বেহালা: পর্ণশ্রী থানা (Parnasree Police Station) এলাকার মহেন্দ্র ব্যানার্জি রোডে (Mahendra Banerjee Road) এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, পরে হাসপাতালে মৃত্যু। গতকাল পর্ণশ্রী থানায় (Parnasree Police Station) অভিযোগ দায়ের। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু। মৃতের পরিবারের অভিযোগ, বিবাদের কারণে গত ৪ মে বিকেলে, বছর বাহান্নর বলিন্দর রায়কে মারধর করে ঘরের ভিতর আটকে রাখে দীপক ও মুকেশ সাউ নামে দুই ভাই।


মৃতের পরিবারের অভিযোগ, পর্ণশ্রীর বাসিন্দা দুই ভাই দীপক ও মুকেশ সাউয়ের সঙ্গে কোনও বিষয় নিয়ে এই বলিন্দরের বিবাদ হয়। তার জেরেই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। পর্ণশ্রী থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে মৃতের পরিবার।


পরেরদিন, ৫ মে প্রতিবেশীর মারফত খবর পান বলিন্দরের দাদা। তাঁর দাবি, তিনি দীপক-মুকেশের বাড়ির সামনে একটি ট্যাক্সির মধ্যে থেকে আহত অবস্থায় উদ্ধার করেন বলিন্দরকে। তাঁকে ভর্তি করা হয় বিদ্যাসাগর হাসপাতালে (Vidyasagar Hospital)। গতকাল হাসপাতালে মৃত্যু হয় বলিন্দরের। পরিবারের দাবি, মৃতের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পরিবারের অভিযোগ, মারধরের কারণেই মৃত্যু হয়েছে বলিন্দরের। 


মৃত্যুর কারণে জানতে আজ ময়নাতদন্ত করা হবে। পাশপাশি, লালবাজারের (Laalbaza) গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং তদন্তে নেমেছে। ডাকা হয়েছে ফরেন্সিক (Forensic) বিভাগকেও।   


আরও পড়ুন: TMC: চাকরি দেওয়ার নামে পরিচারিকার কাজ-আদিবাসী কটূক্তি; বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে


জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা: জলপাইগুড়ির (Jalpaiguri) ফুলবাড়ির জোটিয়াখালিতে সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। কয়েকজন একটি গাড়িতে জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে শিলিগুড়িতে (Siliguri)  ফিরছিলেন। পুলিস সূত্রে খবর, আজ ভোর ৫টা নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে আচমকা ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই চালক সহ দু’জনের মৃত্যু হয় বলে নিউ জলপাইগুড়ি (NJP) থানার পুলিশ সূত্রে খবর। বাকি ৬ আরোহীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College Hospital) ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।


আরও পড়ুন: Howrah: বালিতে প্রতিবাদী টোটো চালক আক্রান্ত, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে