সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  বেলঘরিয়ার গুলিকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য । শনিবার, লোকজনের সামনেই INTTUC নেতাকে গুলি করে পালায় ৩ দুষ্কৃতী, মাঝে পড়ে গুলিবিদ্ধ হন ডাক্তার দেখাতে আসা এক যুবক। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর সরাসরি জানান, হামলার নেপথ্যে রয়েছে কারখানার শ্রমিক ইউনিয়নের দখলদারি নিয়ে বিবাদ। আর তাই নিয়ে ত্রস্ত তিনিও। কিন্তু ঘটনার তদন্তে নেমে এক মহিলার নাম পাচ্ছে পুলিশ। এমনকী গুলিবিদ্ধ তৃণমূল নেতার বায়ের কথাতেও উঠে আসছে এক তরুণীর কথা। 


গুলি চলার কারণ কী ?


শনিবার  রাত পৌনে ৯টা নাগাদ বেলঘরিয়ায় উত্তর বাসুদেবপুরের এই এলাকায় গুলি চলে।  গুলিবিদ্ধ হন, আগরপাড়ার টেক্সম্যাকো কারখানার INTTUC-র সাধারণ সম্পাদক বিকাশ সিং। প্রত্যক্ষদর্শীদের দাবি,বাড়ির কাছেই দলীয় কর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা।অভিযোগ, সেই সময় মোটরবাইকে চেপে আসে হেলমেট পরা ৩ যুবক। চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা INTTUC নেতাকে লক্ষ্য করে তারা গুলি চালায়। বিকাশের পেটে গুলি লাগে। তাঁকে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। গুলি চলার কারণ কী ? দলীয় রাজনীতি, এলাকা দখলের লড়াই নাকি অন্যকিছু?


হেলমেটে মুখ ঢেকে হামলা


তদন্তে নেমে উঠে আসে ইন্দল যাদবের নাম।  পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ভিকি যাদব নামে একজনের জন্মদিনের পার্টি থেকে তারই বাইকে চড়ে টেক্সম্যাকো কারখানার INTTUC নেতা বিকাশ সিংয়ের ওপর হামলা চালাতে গেছিল ইন্দল। হেলমেটে মুখ ঢেকে ৩ দুষ্কৃতী বিকাশকে গুলি করে পালাবে, এমনটাই ছিল পরিকল্পনা। ভিকি যাদবকে গ্রেফতার করা হলেও ইন্দল এখনও অধরা। 


বিকাশের সঙ্গে কীসের শত্রুতা?


মূল অভিযুক্ত ইন্দল যাদবের সঙ্গে বিকাশের কীসের শত্রুতা? পুলিশ সূত্রে খবর,  পুলিশ সূত্রে খবর, ইন্দলের সঙ্গে এক তরুণীর সম্পর্ক ছিল। তরুণীর বাবা ইন্দলের বিরুদ্ধে মেয়েকে উত্যক্ত করার অভিযোগ করেন। তরুণীকে বিহারে পাঠিয়ে দেওয়া হয়। এরপরই কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাইকে দিয়ে ডেকে পাঠিয়ে বিকাশ ইন্দলকে মারধর করেন। বিকাশের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ করেন ইন্দল। তার ভিত্তিতেই গ্রেফতার হন INTTUC নেতা। এরপরই ইন্দল বর্ধমানের এক রেস্তোরাঁয় কাজ নিয়ে এলাকা ছাড়ে। তবে কি এই মহিলাকে নিয়ে টানাপোড়েনের কারণেই বেলঘরিয়ায় হামলা? খতিয়ে দেখছে পুলিশ। 


এদিকে আবার, গুলিবিদ্ধ বিকাশের মায়ের দাবি, ইন্দল যাদবই হামলা চালিয়েছে। এক তরুণীকে নিয়ে ইন্দলের সঙ্গে বিকাশের বিবাদ ছিল। সেই নিয়ে ইন্দলকে মারধর করেন তৃণমূলের শ্রমিক নেতা। কিন্তু তখন কিছু না করে এতদিন পর হামলা চালানো হল কেন? প্রশ্ন তুলেছেন গুলিবিদ্ধ বিকাশ সিংয়ের মা সীতা সিং।  


অন্যদিকে আবার, বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় তৃণমূল কাউন্সিলরকেই  নিশানা করেছেন মূল অভিযুক্ত ইন্দল যাদবের মা। হামলার নেপথ্যে তৃণমূল কাউন্সিলর। আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। ছেলেকে তো একবছর ধরে চোখেই দেখিনি, দাবি ইন্দল যাদবের মায়ের। 


এখন ধৃত ভিকির কাছ থেকে নতুন কী তথ্য উদ্ধার হয়, সেটাই দেখার।