বেলুড় : প্রায় দেড় মাস পর ফের ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ (Belur Math)। ২৩ ফেব্রুয়ারি থেকে কোভিড বিধি (Covid Norms) মেনে ফের ভক্তরা প্রবেশ করতে পারবেন মঠে। সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢোকা যাবে মঠে। তবে এখনই আরতি দর্শন করতে পারবেন না ভক্তরা। বিলি করা হবে না কোনও প্রসাদও।


গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির কারণে এবং বেলুড় মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য করে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমে ঠিক ছিল, ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।


কল্পতরু উত্‍সবের আগেই ঘোষণা হয়েছিল,  ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ থাকবে। ওই সময় মঠে ভক্তরা প্রবেশ করতে পারবেন না বলে মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল।  মঠ কর্তৃপক্ষ জানায়, অনিবার্য কারণবশত এই পদক্ষেপ। তবে মনে করা হয়, কোভিড সতর্কতার কারণেই অতিরিক্ত ভিড় এড়াতে এই সিদ্ধান্ত।


মঠ কর্তৃপক্ষ জানায়, ৫ জানুয়ারি থেকে ফের যথারীতি খুলে যাবে বেলুড় মঠ। কিন্তু এরই মধ্যে করোনা পরিস্থিতি আরও খারাপ হয়। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠে রাজ্যের করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত নেয় বেলুড় মঠ কর্তৃপক্ষ।


এদিকে, রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা আগামী ১ মে।  সূত্রের খবর,  সেদিন রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই নরেন্দ্র মোদির যোগ দেওয়ার সম্ভাবনাও আছে।   বেলুড় মঠ সূত্রে খবর, এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এক বছর ধরে দেশে ও বিদেশে হবে নানা অনুষ্ঠান। বেলুড় মঠের সঙ্গে যৌথভাবে এই বছরভর উত্‍সব উদযাপন করতে চায় কেন্দ্রীয় সরকার।  এখন করোনা ধাক্কা পেরিয়ে কেমন থাকে পরিস্থিতি, সেটাই দেখার।