কলকাতা: আরও তীব্র হল রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। এবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বললেন,' সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' পাশাপাশি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করতে চলেছেন তিনি। ব্যক্তি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগে সিভি আনন্দ বোসের । 






শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন সি ভি আনন্দ বোস। এরপরে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে বাংলায় অর্থনৈতিক ভাঙন শুরু হয়েছে বলে অভিযোগ তোলা হল। যুক্তরষ্ট্রীয় কাঠামোয় রাজ্য়পালের ভূমিকা নিয়ে দু'জনের মধ্য়ে কথা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বরানগর ও ভগবানোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ ঘিরে টানাপোড়েনের মাঝেই রাজ্য়পালের রাজ্য়ের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি চলতি সংঘাতে নতুন মাত্রা যোগ করল।






 অপরদিকে,পাল্টা রাজ্য়পালকে নিশানা করেছে তৃণমূলও। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বাংলার বেহাল অর্থনীতির অভিযোগে শ্বেতপত্র প্রকাশের দাবিও তুলেছিলেন। সেই ধারা অব্য়াহত রেখে এবার তৃণমূল সরকারকে আক্রমণ করতে নতুন হাতিয়ার বার করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।  রিজার্ভ ব্য়াঙ্কের হিসেব তুলে ধরে রাজভবন দাবি করল রাজ্য় সরকারের আয়ের চেয়ে ব্য়য় বেশি হচ্ছে। এমনকী এক্স হ্য়ান্ডল পোস্টে দুর্নীতি, হিংসা, অতিরিক্ত ব্য়য় ও জনগণের টাকা আত্মস্য়াৎই তৃণমূল সরকারে বৈশিষ্ট্য় বলে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছে রাজভবন।  তাদের তরফ থেকে এই দাবিও করা হয়েছে, রাজ্য়কে অর্থনৈতিক অন্ধকূপে পরিণত করেছে বর্তমান সরকার।


আরও পড়ুন, হাড় ভেঙে চুরমার, প্রচুর রক্তক্ষরণ, 'হাইপো ভলেমিক শকেই বউবাজারে টিভি মেকানিকের মৃত্যু'..


তৃণমূল কংগ্রেসে প্রাক্তন রাজ্য় সাধারণ সম্পাদক বলেছেন  কুণাল ঘোষ বলেন, রাজ্য়পাল যদি বাংলার অভিভাবক হন তাহলে রাজ্য়পালের কেন্দ্রের মন্ত্রীর কাছে গিয়ে বলা উচিত বাংলার টাকাটা দেওয়ার জন্য় অর্থমন্ত্রীর কাছে।  তো বাংলার যদি তিনি রাজ্য়পাল হবেন বাংলার অধিকার নিয়ে তো অর্থমন্ত্রীকে বলা উচিত। তার বদলে যদি তিনি অন্য় কিছু বলে থাকেন। তাহলে বাংলার অভিভাবক যদি বাংলার বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করে থাকেন সেটা দুর্ভাগ্য়জনক। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।