বার্বাডোজে: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে শুরুটা ভাল হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (SA vs IND) টস জিতলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এডেন মারক্রামও (Aiden Markram) কিন্তু টস জিতলে প্রথমে ব্যাটিংই করতেন বলে স্পষ্ট জানিয়ে দেন। দুই দলই এখনও এবারের বিশ্বকাপে অপরাজিত। তাই প্রথমবার কোনও অপরাজিত দলের বিশ্বজয় নিশ্চিত। যেহেতু দুই দলই ধারাবাহিকভাবে সাফল্য় পেয়েছে, তাই দল অপরিবর্তিত রেখেই প্রোটিয়া ও টিম ইন্ডিয়া, উভয় দলই ফাইনালে মাঠে নামছে।
ফাইনালের চাপ প্রসঙ্গে নতুন করে কিছুর বলার থাকে। তবে খেতাবি মহারণের জন্য বাড়তি কিছু না করে, এটিকে আর পাঁচটা আন্তর্জাতিক ম্যাচের মতোই ভাবতে চাইছেন ভারতীয় অধিনায়ক রোহিত। তিনি বলেন, 'আমরা এখানে এক ম্যাচ খেলেছি এবং ভাল রানও উঠেছে। এই পিচটা দেখেও বেশ ভালই মনে হচ্ছে। আমি জানি এটা বড় ম্যাচ। তবে এর মধ্যেও শান্ত থাকাটা আবশ্যক। কোনও শক্তিশালী দলের বিরুদ্ধে আর পাঁচটা আন্তর্জাতিক ম্যাচে যেমন খেলি, এখানেও সেইভাবে, সেরকমভাবেই এগিয়ে যেতে হবে। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ভাল ক্রিকেট খেলেই এখানে এসেছে। তবে সেটা আমরাও খেলেছি। দুই ভাল দলের মধ্যে এক কড়া টক্করের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আমাদের হয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন খেলোয়াড় সামনে এগিয়ে এসে দলকে জিতিয়েছেন। আশা করছি আজও এমনটাই হবে।'
মারক্রাম আবার কঠিন পরিস্থিতিতে দল নিজের সেরা ক্রিকেট না খেলেও, জয়ের থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন। 'আমরাও টস জিতলে প্রথমে ব্যাট করতাম বটে। তবে বল হাতে শুরুতে আমরা আক্রমণ শানাব এবং আশা করি ভালই পারফর্ম করব। এই টুর্নামেন্টে আমরা একাধিক ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট না খেলেও ম্যাচ জিতেছি এবং সেটাই আমাদের আত্মবিশ্বাস জোগায়। একদম নিখুঁত ম্যাচ খেলা তো সম্ভব নয়, তবে যতটা সম্ভব নিখুঁত খেলার চেষ্টা করব। আমরা তো এই প্রথমবার ফাইনাল খেলছি। তাই সবার আগে ম্যাচটা উপভোগ করতে চাই।' বলেন প্রোটিয়া অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টস নিয়ে এক পরিসংখ্যান কিন্তু ভারতীয় দলের সমর্থকদের খুশি করবে। আট বিশ্বকাপ ফাইনালের মধ্যে সাতবার টসজয়ী দলই বিশ্বকাপ ফাইনালও জিতেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই, কী বলছে দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যান?