কলকাতা : এবার কি তবে শিল্প-সম্ভাবনা বাড়তে চলেছে এরাজ্যে ? তৃতীয়বার, রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্য়ে শিল্পায়নে জোর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার বাণিজ্য সম্মেলনে (Business Summit) যে সেটাই 'পাখির চোখ' থাকবে, তা নিয়ে সন্দেহ নেই শিল্প মহলের। সে লক্ষ্যেই আরও এককদম বাংলার। এরাজ্যে আগামী ৩ বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স। এমনই আশ্বাস দিলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি। রিলায়েন্সকে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।


আজ শুরু হল সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনে যোগ দিয়েছেন ৩৫টি দেশের প্রতিনিধি। রয়েছেন- ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, নেদারল্যান্ডস-এর প্রতিনিধিরা। ১৭টি দেশ পার্টনার হিসেবে বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে, সম্মেলনে সকলের নজর ছিল রিলায়েন্স গোষ্ঠীর মুকেশ আম্বানির দিকে। কী ঘোষণা করেন তিনি সেদিকে।


শুরুতেই নজর কাড়লেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান। 'সোনার বাংলা আমি তোমাকে ভালবাসি', বক্তব্য রাখতে উঠে প্রথমেই সম্মেলনে উপস্থিত সকলের মন জিতে নেন মুকেশ আম্বানি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শুরু করেন তাঁর বক্তব্য। তাঁর বক্তব্যে উঠে আসে-স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম। বাংলায় শিল্প সম্ভাবনা বেড়েছে বলে মন্তব্য করেন মুকেশ। এজন্য পুরো কৃতিত্ব দেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বকে।


মুকেশ বলেন, "প্রয়াত অটলবিহারী বাজপেয়ী যেমনটা আপনাকে বলেছিলেন 'বাংলার অগ্নিকন্যা' । আপনি প্রকৃত অর্থেই তাই। আপনি সোনার বাংলাকে আরও উজ্জ্বল করে তুলছেন। উদাহরণ হিসাবে বলা যায়, এরাজ্যে জিডিপি-র হার ১১.৫ হার। যা জাতীয় জিডিপি হারের তুলনায় অনেক বেশি। তাই শিল্পপতি ও বিনিয়োগকারীরা এরাজ্যকে 'বৃদ্ধি ও সৃষ্টিশীলতা'-র রাজ্য মনে করেন। এই পরিস্থিতিতে আমি আশ্বাস দিচ্ছে, বাংলার বৃদ্ধিতে চেষ্টার কোনও খামতি রাখবে না রিলায়েন্স। আপনি আমাকে আমন্ত্রণ জানানোর পর বাংলায় ৪৫ হাজার কোটি টাকা লগ্নি করেছে রিলায়েন্স গোষ্ঠী। আগামী ৩ বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স। হাজার থেকে আগামী ২ বছরে ১২০০ রিলায়েন্স রিটেল খুলবে। বাংলার অনেক আঞ্চলিক ব্রান্ডকে আমরা জাতীয় খ্যাতি পেতে সাহায্য করছি। কালীঘাট মন্দির সংস্কারের জন্য কাজ করবে রিলায়েন্স ফাউন্ডেশন।"