সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাংলায় কথা বলার অভিযোগে ভিনরাজ্যে ফের পুলিশের হাতে আটক বাংলার শ্রমিক! সব তথ্য দেওয়ার পরেও ২১ দিন আটকে রাখার অভিযোগ শ্রমিকের পরিবারের। রীতিমতো দুশ্চিন্তায় ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও সন্তানরা।
আরও পড়ুন, শুধু নয়ডা নয়, কলকাতাতেও প্রতারণার জাল ! ধৃত বিভাস -সহ ৬ জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
ওই ব্যক্তি গত ৫ বছর ধরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। গত ২২ জুলাই ওই ব্যক্তি-সহ আরও কয়েকজনকে তামিলনাড়ু পুলিশ ধরে নিয়ে যায় বলে অভিযোগ। এখন ওই শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তাঁর পরিবার। রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে শ্রমিকের স্ত্রী ও সন্তানরা। আটক শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আবেদন পরিবারের।
মালদা থেকে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর থেকে নদিয়া, আর এবার উত্তর ২৪ পরগনা। ফের বাংলা ভাষায় কথা বলায় ভিনরাজ্যে অভিযোগ উঠল পরিযায়ী শ্রমিককে হেনস্থার!এবার উত্তর ২৪ পরগনার টাকির বাসিন্দাকে ২১ দিন আটকে রাখার অভিযোগ উঠল।আর এই অভিযোগ উঠেছে ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে-শাসিত তামিলনাড়ুর পুলিশের বিরুদ্ধে।'আটক' পরিযায়ী শ্রমিকের স্ত্রী মনোরা বিবি বলেন, বাংলায় কথা বলেছে তাই রাজিব শেখকে সেখানকার পুলিশ আটক করেছে।
৫ বছর ধরে, তামিলনাড়ুতে কাজ করেন উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার বাসিন্দা রাজীব শেখ।পরিবারের অভিযোগ, ২২ শে জুলাই, বাংলা বলায় রাজীব শেখ সহ বেশ কয়েকজনকে। আটক করে নিয়ে যায় তামিলনাড়ুর পেরাম্বালুর জেলা পুলিশ।কোনওক্রমে, সে কথা বাড়িতে জানাতে পারেন ওই পরিযায়ী শ্রমিক।এ রাজ্য থেকে নাগরিকত্ব প্রমাণের সমস্থ নথিও পেরাম্বালুরের এরিউর থানায় পাঠানো হয়।
অভিযোগ, সেই ঘটনার পর কেটে গেছে ২১ টা দিন। বসিরহাট জেলা পুলিশের দাবি, এখনও পর্যন্ত, রাজীবকে ছাড়েনি তামিলনাড়ুর পুলিশ।আটক পরিযায়ী শ্রমিকের ছেলে জাহিদুল ইসলাম শেখ বলেন, বাবাকে পুলিশে ধরে রাখায় আমরা রীতিমতো সমস্যায় পড়েছি । আমাদের সংসার চালানোর দায় হয়ে যাচ্ছে । কি করে সংসার চলবে তাই বুঝতে পারছি না।টাকি পুরসভার বাসিন্দাকে ঠিক কী কারণে চামিলনাড়ুতে আটকে রাখা হয়েছে,সে বিষয়েও সন্দিহান স্থানীয় প্রশাসনও।
টাকি পুরসভার ১৬ নং ওয়ার্ড তৃণমূল নেতা ও কাউন্সিলর গোবিন্দ সরকার বলেন, আমি চাইব যত দ্রুত ছেড়ে দিক সেটা আমি চাইব। আটকে রেখেছে কেন সেটা বুঝতে পারছি না। সবই তো ওখানে দেওয়া। আধার কার্ড, আই কার্ড, সবই তো ওখানে দেওয়া। যেখানে যা ছিল সব দেওয়া। বাংলা ভাষা বলেছে বলে আটকে রেখেছে।
একদিকে, বাংলা ভাষায় কথা বলায়, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ। অন্যদিকে, নাগরিকত্ব পাওয়ার হিড়িক দেখা গেল এই জেলারই আরেক প্রান্তে। উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় সিএএ ক্যাম্পের পাশাপাশি,হাবড়ায় নাগরিকত্ব নিয়ে এমনই এক আলোচনা সভার আয়োজন করে বিজেপি।
বনগাঁ দক্ষিণ বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ নয়।হাবড়া পুরসভার তৃণমূল নেতা ও প্রাক্তন পুরপ্রধান নীলিমেশ দাস বলেন, সাম্প্রতিক ঘটনা সমূহতেই এ কথা প্রমাণিত যে বাঙালিকে মোটেই পছন্দ করে না বিজেপি। আর সেই বাঙালিকে অপছন্দ করা বিজেপি যে হিন্দুদের নাগরিকত্ব দেবে এটা ভুল ধারণা।'সবমিলিয়ে, জোড়া ইস্যুতে তীব্র চাপানউতোর রাজ্যে।