পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নয়ডায় ভুয়ো থানার পর্দাফাঁসে গতকাল গ্রেফতার করা হয়, বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। এদিকে ইতিমধ্যেই আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। শুধু নয়ডায় নয়, কলকাতাতেও প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে বিভাস অধিকারীর বলে অভিযোগ। ইনিই সেই প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, যার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছিল। আজ বিভাস-সহ ৬ জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নয়ডা আদালত। এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুধু বিভাস অধিকারীর পক্ষে জালিয়াতিটা করে যাওয়া সম্ভব ? উঠেছে প্রশ্ন। এবিপি আনন্দ-এ এই প্রসঙ্গে, নিজের মতামত জানালেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য।
সেন্ট্রাল নয়ডা পুলিশ কমিশনারের তরফ থেকে এই অভিযান চালানো হয়েছিল। এরপরেই ভুয়ো থানা প্রতারণা কাণ্ডে বিভাস অধিকারী-৬ জনকে গ্রেফতার করা হয়। এবং তাঁদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে, পুলিশ আজকে জেল কাস্টডির জন্য আবেদন জানায়। পুলিশ জানিয়েছে, এই তদন্তকে তাঁরা আরও আগে এগিয়ে নিয়ে যাবে। পরবর্তীতে কোন পথে যায়, সেটা তাঁরা দেখবেন। ইতিমধ্যেই বিভাস-সহ ৬ জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নয়ডা আদালত। বিভাসের নকল থানার হদিশ মিলেছে কলকাতার বেলেঘাটায়। কার্যত পুলিশের নাকের ডগায় ভুয়ো থানা খুলে প্রতারণার জাল। ৭৫০ মিটার দূরেই ফুলবাগান থানা, ১ কিমি দূরে বেলেঘাটা থানা ।নীল-বাতি গাড়ি নিয়ে এলাকায় যাতায়াত ছিল বিভাসের, দাবি স্থানীয়দের। সঙ্গে বেঙ্গল পুলিশের গাড়িও আসত, দাবি স্থানীয়দের।
প্রশ্ন : এটা শুধুমাত্র, একজন বিভাস অধিকারীর পক্ষে জালিয়াতিটা করে যাওয়া সম্ভব নাকি এর পিছনে অন্য কোনও রহস্য থাকতে পারে, বলে আপনার মনে হচ্ছে ?
প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য : এর পিছনেও একটা চেন আছে। শুধু ওই বিভাস অধিকারীর পক্ষে এটা সম্ভব হচ্ছে না। কারণ একা বিভাস অধিকারীর পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং কলকাতা পুলিশকে সুয়োমোটো কেস আবার স্টার্ট করতে হবে। ওকে পুলিশ কাস্টডিতে নিতে হবে। অপরাধের পুনর্নিমাণ করাতে হবে এক এক করে।
'সমাজ থেকে শ্রদ্ধার চাষ হারিয়ে যাচ্ছে। শ্রদ্ধার চাষ যদি না হয়, তাহলে ভবিষ্য়ৎ অন্ধকার', একসময়, তাঁর মুখে শোনা যেত এরকমই সব জ্ঞানের বুলি!আর সেই প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীই গ্রেফতার হলেন জালিয়াতির কারবার ফেঁদে বসার অভিযোগে। নয়ডায় নকল থানা তৈরির অভিযোগে,প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্নীতির অভিযোগে বিভাস অধিকারীর নাম জড়ানো অবশ্য় এই প্রথম নয়!এর আগে, স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তেও জড়িয়ে গেছিল বিভাস অধিকারীর নাম। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, CBI স্ক্যানারে থাকা গোপাল দলপতি ও ধৃত কুন্তল ঘোষের মুখে উঠে এসেছিল তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর। ২০২২ সালের অক্টোবর মাসে, কলকাতার আমহার্স্ট স্ট্রিটে, তাঁর একটি ফ্ল্যাট সিল করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।