ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : একাধিক দুর্নীতি মামলায় ফের কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীকে। সোমবার ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে। সৌমেন্দু বর্তমানে বিজেপির (BJP) কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।
সোমবার সকাল ১০টা নাগাদ তিনি কাঁথি থানায় যান। এর আগে শুক্রবার কাঁথি থানায় সৌমেন্দু অধিকারীকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট সংক্রান্ত অভিযোগে আজ সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সৌমেন্দু অধিকারীর আইনজীবী।
ক'দিন আগেই ম্যারাথন জেরা
এর আগে, ৭ অক্টোবর, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুজো মিটতেই কাঁথি থানার তলবি নোটিস পেয়ে শুক্রবার হাজির হন সৌমেন্দু অধিকারী। দুর্নীতি এবং বেনামী সম্পত্তি সংক্রান্ত অভিযোগে প্রায় ১০ ঘণ্টারও বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।তৃণমূলে থাকাকালীন প্রায় প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি।
পুরসভার মেয়াদ ফুরনোর পরও প্রশাসকের দায়িত্ব সামলেছেন সৌমেন্দু। কাঁথি পুরসভার দায়িত্বে থাকাকালীন পুরসভার পথবাতি বসানো থেকে শুরু করে, রাঙামাটি শ্মশানের জমি বিক্রি করে স্টল বিলি, সারদার ফাইল উধাও, কাঁথি প্রভাত কুমার কলেজে টেন্ডারে কারচুপি, পুরসভার ত্রিপল চুরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে সৌমেন্দুর বিরুদ্ধে মামলায় দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে বেনামে সৌমেন্দুর বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে।
শুভেন্দুকে আক্রমণ শোভনের
শুভেন্দুর আক্রমণের জবাব দিয়ে শোভন বলেন, ‘ইতিহাস বিকৃত করছেন শুভেন্দু, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সাংসদ বা মন্ত্রী হতে পারতেন না শুভেন্দু’। কলকাতার প্রাক্তন মেয়র আরও বলেন, ‘মমতাকে আক্রমণ করলে জবাব মিলবে’। এদিন ভিডিও পোস্ট করে শোভন বলেন, নন্দীগ্রামের ঘটনার দিন তিনি ছিলেন মমতার সঙ্গে। শুভেন্দুর কাঁথির বাড়ি থেকে নন্দীগ্রামে যাওয়ার যে দাবি শুভেন্দু অধিকারী করেছেন, তা ঠিক নয়। শোভনের এই পাল্টা জবাব নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। রবিবার সন্ধেয় কাঁথির শান্তিকুঞ্জে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎই উদ্দেশ্য বলে জানান। সেখানে দরজার বাইরে তাঁকে স্বাগত জানান শুভেন্দু। সুকান্তর আগমনের নেপথ্যে রাজনৈতিক পটচিত্রের কথা জানতে চাইলে, উড়িয়ে দেন তিনি। শুভেন্দু বলেন, "এর মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই। আমার পিতৃদেব এবং মাতৃদেবীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে এসেছেন উনি। উনিও তাঁদের কাছে পুত্রসমানই।"
আরও পড়ুন- গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মোমিনপুর, ঘটনাস্থলে যেতে চাওয়ায় আটক সুকান্ত