কলকাতা: বকেয়ার দাবিতে আজ থেকে ধর্নায় বসবেন মমতা (Mamata Banerjee)। এদিকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসার আগেই কেন্দ্রের থেকে মিলল টাকা। জল জীবন মিশনে রাজ্যকে ৪৫৬ কোটি টাকা দিল কেন্দ্র। 


আজ থেকে ৪৮ ঘণ্টার ধর্নার ডাক মুখ্যমন্ত্রীর


প্রসঙ্গত, কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে আজ থেকে ৪৮ ঘণ্টার ধর্নার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই এদিন রেড রোডে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে লোকসভা ভোটের আগে যে ইস্যুকে ঢাল বানিয়ে ধর্নায় নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো, সেই ধর্নার ঠিক আগেই এল কেন্দ্রের থেকে টাকা। এদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গত বছরের শেষ দিকে গতি পায় শাসকদলের অভিযান। মূলত একুশের বিধানসভা তৃতীয়বার সরকার গঠন-সহ রাজ্যের অলিতে গলিতে যত ভোট হয়েছে, তা সে পঞ্চায়েত হোক , কলকাতা পুরভোট কিংবা আসানসোল কেন্দ্র, প্রায় সব নির্বাচনগুলিতেই সবুজ ঝড় উঠতে দেখা গিয়েছে। দুই একটা ব্যতিক্রমী ঘটনা ছাড়া প্রায় সর্বত্রই সবুজ আবির উড়েছে। কিংবা যেখানে ওড়েনি, সেই কেন্দ্রের জয়ী প্রার্থীর হাতে পরে উঠেছে সেই শাসকদলেরই পতাকা।


শ্রীঘরে শাসকদলের একাধিক হেভিওয়েট


এদিকে এতকিছুর পরেও সাদা খাতায় পড়েছে লাল কালির দাগ। সেই দাগ মূলত নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন, গরুপাচার সহ একাধিক দুর্নীতি। যার ভার বহন করতে গিয়ে শ্রীঘরে শাসকদলের একাধিক হেভিওয়েট। যদিও তৃণমূল সুপ্রিমোর মুখে ঠিক তখনই শুনতে পাওয়া গিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে 'ভয়' দেখানো যাবে না।


মুখ্যমন্ত্রী ধর্নায় বসার আগেই কেন্দ্রের থেকে মিলল টাকা !


ওদিকে ততদিনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে অভিযান চালিয়েছেন অভিষেক বন্দ্যোাপাধ্যায়। এমন কি রাজভবনের সামনেও ধর্নায় বসতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু বছর ঘুরেছে। ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠেছে লক্ষ্য। পাখির চোখ লোকসভা ভোট। ঠিক দোরগড়ায় দাঁড়িয়েই এবার ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু এত জল বয়ে গিয়েছে গঙ্গায়, ঠিক মমতার ধর্নার বসার আগেই খবর এল টাকা পাঠিয়েছে কেন্দ্র !


 আরও পড়ুন, আজ থেকে শুরু মাধ্যমিক, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন পর্ষদের কন্ট্রোল রুমের এই নম্বরে


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)