কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জেলে মিডলম্যান প্রসন্ন রায়। আর এবার তাঁর স্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই (CBI)। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউনে ধৃত প্রসন্ন রায়ের স্ত্রীর ফ্ল্যাটে এদিন তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ৩ ঘণ্টা পার, এখনও চলছে তল্লাশি (CBI Raid)।


সম্প্রতি মুখ খোলেন মিডলম্যান প্রসন্ন রায়


সম্প্রতি বাড়ি থেকে পাওয়া দিলীপ ঘোষের দলিল নিয়ে এই প্রথম মুখ খোলেন মিডলম্যান প্রসন্ন রায়। প্রসন্ন রায়ের দাবি তাঁর বাড়ি থেকে অরিজিনাল দলিল নয় পাওয়া গেছে সার্টিফায়েড কপি। দিলীপ ঘোষের একটি সম্পত্তির মিউটেশনের জন্য কপি তুলেছিলেন তিনি। সেই সার্টিফায়েড কপি তাঁর বাড়ি থেকে সিবিআই বাজেয়াপ্ত করে বলে দাবি প্রসন্ন রায়ের। প্রসন্ন রায়ের দাবি, এর মধ্যে টাকা লেনদেনের কোনও ব্যাপার নেই।


প্রসন্ন রায়ের বিপুল সম্পত্তির হদিশ পায় CBI


গতবছর, এসএসএসি দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বিপুল সম্পত্তির হদিশ পায় CBI । এর আগেও তাঁর বহু  সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই।  সূত্রের দাবি, মহিষবাথানের বিলাসবহুল আবাসন মার্লিন অ্যাভিনিউয়ের  টাওয়ার ফাইভে 3A ফ্ল্যাটের মালিক প্রসন্নকুমার রায়। সূত্রের দাবি, ২০১৭ সালে এই ফ্ল্যাটটি কেনেন প্রসন্নকুমার রায় । প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালানোর পর ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।


 সিনেমায় প্রযোজনা, একসময় যাঁর সময় কেটেছিল টালির চালের ভাড়া বাড়িতে


নারকেলডাঙার এই টালির চালের ভাড়া বাড়িতে যাঁর একসময় কেটেছিল, তাঁরই এখন নিউটাউনে একাধিক ফ্ল্যাট সল্টলেকে অফিস, সেই সঙ্গে সিনেমায় প্রযোজনা। SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জীবনের উত্থান যেমন রকেট গতিতে হয়েছিল তেমনি তাঁর প্রতিপত্তিও বেড়েছে একইভাবে।


নিউটাউনে এরকম আরও অনেক ফ্ল্যাট রয়েছে প্রসন্নকুমারের


বছর পাঁচেক আগে নারকেলডাঙার ভাড়া বাড়ি ছেড়ে নিউটাউনের বলাকা আবাসনে আসেন প্রসন্ন। নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্নকুমার রায় ছাড়াও ফ্ল্যাট ছিল প্রদীপ সিংয়েরও। আরও এক মিডলম্যান সন্দেহে যাঁকে প্রসন্নর আগেই গ্রেফতার করেছে CBI। CBI সূত্রে দাবি, নিউটাউনে এরকম আরও অনেক ফ্ল্যাট রয়েছে প্রসন্নকুমারের। যেমন রয়েছে এই আইডিয়াল ভিলাতেও। 


আরও পড়ুন, জালে টান, ভেবেছিলেন 'অন্য কিছু', ৩ কেজির রুপোলি ইলিশ ধরা দিল মৎসজীবীর কাছে


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)