কলকাতা:  আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।  নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও এদিন সৌগত রায় বলেন, 'এখনও সুযোগ আছে..', কিন্তু কীভাবে ? 

Continues below advertisement

আরও পড়ুন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই, অথচ শুনানির ডাকও পেলেন না, তখন কী করবেন ? রইল আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

Continues below advertisement

এদিন  তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, বিজেপি একটা চক্রান্ত করছে, বাংলায় ওরা জিততে পারবে না জেনে, নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআর-কে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষপর্যন্ত লড়াই করব। তার কারণ এখনও, ৬ নম্বর ফর্মে ভোটার অন্তর্ভুক্তির সুযোগ আছে। আর ম্যাচিংয়েরও সুযোগ আছে। আমরা পুরোপুরি চেষ্টা করব। সমস্ত ভারতীয় ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। ত্রুটিমুক্তি ভোটার লিস্ট তৈরি করতে হবে। 

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে শুনানি-পর্ব! যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে ৩ ভাগে।প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং এবং নো ম্যাপিং। নির্বাচন কমিশন সূত্রে দাবি, 'নো ম্যাপিং' অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারও নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় ৩০ লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, ১ কোটি ৬৭ লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তবে তাঁদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। 

প্রশ্ন: SIR-এ খসড়া ভোটার তালিকায় নাম ওঠেনি। এবার কী করব?

নির্বাচন কমিশন : FORM 6 ফিলআপ করতে হবে। সঙ্গে annexure 4 জমা দিতে হবে। 

প্রশ্ন: কবে থেকে শুনানি শুরু হবে?  নির্বাচন কমিশন: নির্দিষ্ট দিন এখনও ঠিক হয়নি। সাতদিন পর থেকে হতে পারে। খুব শীগগিরই নোটিস দেওয়া শুরু হবে।

প্রশ্ন: শুনানির জন্য় কোথায় যেতে হবে?  নির্বাচন কমিশন: ERO-র সই করা নোটিস BLO পৌঁছে দেবেন। সেখানে শুনানির নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থান লেখা থাকবে।

প্রশ্ন: ছেলে-মেয়ে বাইরে থাকলে, তাদের হয়ে কি মা-বাবা শুনানিতে যেতে পারবেন? 

নির্বাচন কমিশন: হ্য়াঁ,ছেলে-মেয়ের হয়ে মা-বাবা শুনানিতে যেতে পারবেন। এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন SOP তৈরি করবে। 

প্রশ্ন: অসুস্থতা বা অন্য় কোনও কারণে নির্ধারিত দিনে শুনানিতে যেতে না পারলে, অন্য় দিন যাওয়ার সুযোগ কি পাওয়া যাবে? তার জন্য় কীভাবে আবেদেন করতে হবে? 

নির্বাচন কমিশন: এনিয়ে ERO-র কাছে আবেদন জানাতে হবে।