সমীরণ পাল, ঋত্বিক প্রধান ও ঐশী মুখোপাধ্যায় : SIR আবহে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পালানোর সময় ধরা পরল ৪৫ জন বাংলাদেশি। BSF সূত্রে খবর, ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। SIR আতঙ্কেই কি পালানোর চেষ্টা, তেমনই অনুমান পুলিশের। তুঙ্গে রাজনৈতিক তরজা। 

Continues below advertisement

আরও পড়ুন, 'কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের হিন্দুদের ওপর নির্যাতন', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, ভিডিও পোস্ট করে পুলিশকে নিশানা

Continues below advertisement

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়। পালাও। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। তৃণমূল কংগ্রেস  রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলাদেশি ঢুকল কী করে, সীমান্ত তো বিএসএফের আন্ডারে। SIR-এর আবহে বিধানসভা ভোটের আগে অন্য়তম প্রধান ইস্য়ু হয়ে উঠেছে অনুপ্রবেশ।শুক্রবারও এই নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের ঐক্য ও অভ্যন্তরীণ নিরাপত্তায় বড় বিপদ অনুপ্রবেশকারীরা। ভারতে থাকা সব অনুপ্রবেশকারীকে বের করেই ছাড়ব। এই আবহেই এবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ধরা পরল ৪৫ জন বাংলাদেশের নাগরিক। তাহলে কি SIR আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? BSF সূত্রে খবর, ১০ শিশু-সহ মোট ৪৫ জন বাংলাদেশিকে ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেফতার করা হয়েছে। BSF-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, এর আগে নিউমার্কেট ফাঁকা করে দিয়েছিলাম। হাজার হাজার পালিয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ফাঁকা হয়ে যান। যে পথ দিয়ে ঢুকেছেন, কাঁটাতারের বেড়া নেই, ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান। না ফিরে গেলে অমিত শাহজি যা বলেছে তাই হবে। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট।  তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অমিত শাহকে বলতে হবে, এল কী করে। আগে তো ঢুকেছে, তবে তো যাচ্ছে। তার ওপর বলছে সীমান্ত খুলে দেবে। SIR-এর আবহে ভবিষ্যৎ কী হবে? এই আশঙ্কায় উত্তর ২৪ পরগনার বিশরপাড়া থেকে অনেকেই বাংলাদেশে ফেরার তোড়জোড় করছেন। যাঁরা আছেন, তাঁরা আতঙ্কের প্রহর গুনছেন।

 উত্তর ২৪ পরগনা বিশরপাড়া বাসিন্দা মহম্মদ আলম বলেন, আমার ভোটার কার্ডে নাম রয়েছে ভোট দিয়েছি বউয়ের নাম আছে। কিন্তু ২০০২ সালের আগের কোন নথি আমাদের নেই। এখন আমাদের কী হবে। যদি তাড়িয়ে দেয় শেষ পর্যন্ত চলে যাব কী আর করা যাবে।' উত্তর ২৪ পরগনা বিশরপাড়া বাসিন্দা  সাবিনা বিবি বলেন, আমি এখানেই জন্মেছি। আমি এ দেশের নাগরিক। কিন্তু আমার মা-বাবার তো নেই। যদি তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয় আমি একা থাকবো কি করে। আমরা সবাই ভীষণ আতঙ্কে আছি।' স্বরূপনগর থেকে গ্রেফতার বাংলাদেশিদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।