বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক, কলকাতা: BLO-দের ভাতা বাড়িয়ে ১৮ হাজার টাকা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হল, নির্বাচন কমিশনের নির্দেশের পরও সেই টাকা বরাদ্দ করেনি পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দলের সামনে এই অভিযোগই করে নির্বাচন কমিশন। যা নিয়ে এবার পাল্টা সুর চড়াল তৃণমূল। এক্স পোস্টে কমিশন ও বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, অঙ্কে তুখোড়, জিকে-তেও জিনিয়াস, AI শিক্ষিকা বানিয়ে দৃষ্টান্ত গড়ল বছর ১৭-র আদিত্য !
BLO-দের ভাতা বাড়িয়ে ১৮ হাজার টাকা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হল, নির্বাচন কমিশনের নির্দেশের পরও সেই টাকা বরাদ্দ করেনি পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দলের সামনে এই অভিযোগই করে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়, অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার BLO এবং ERO-দের বর্ধিত ভাতার টাকা মঞ্জুর করুক।২ অগাস্ট প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, BLO-দের ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা ও BLO সুপারভাইজারদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার করা হচ্ছে। AERO এবং ERO-দের সাম্মানিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। এই প্রেক্ষাপটে শুক্রবার নির্বাচন কমিশনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। নানা দাবি দাওয়া জানানোর পাশাপাশি SIR প্রসঙ্গে কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেয় তারা। সূত্রের খবর, সেই সময়ই পাল্টা তৃণমূলের প্রতিনিধি দলের সামনে BLO-দের ভাতা সংক্রান্ত বিষয়টি তোলে নির্বাচন কমিশন।
BLO দের বর্ধিত ভাতা বাবদ অর্থ রাজ্য সরকারের বরাদ্দ না করার বিষয়টি সামনে আসতেই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি লেখেন,'বিজেপির প্রচার ব্যবস্থাপনা যখন ৪ মাস পুরনো একটি বিজ্ঞপ্তিকে এখন সামনে এনে নির্বাচন কমিশনকে গৌরবান্বিত করার এবং এবং ভুয়ো উদ্দীপনা তৈরির চেষ্টা করছে, তখন একটা সত্যি স্পষ্ট হয়ে যাচ্ছে। তা হল, Mr. SIR-র কৌশল শুধু ব্যর্থই হয়নি, জনসমক্ষে তা ভেঙে পড়েছে। তাদের হাতে থাকা সমস্ত হাতিয়ার - কেন্দ্রীয় সরকারের মেশিনারি, EC, ED, CBI, IT, কেন্দ্রীয় বাহিনী এমনকী বিচারব্যবস্থার একাংশকে ব্যবহার করার পরও বিজেপি জানে বাংলা তাদের ফের হারাবে। এবং ২০২১-এর চেয়েও বেশি জনমতের সমর্থন পেয়ে ক্ষমতায় ফিরবে। 'তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন বলেন, আমরা ওদের চাকর নই। ওরা আমাদের অফিসারদের তুলে নিচ্ছে। বিভিন্ন জেলাতে অবজার্ভার পাঠাচ্ছে রাজ্য সরকাররে সম্মতি না নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।
শুক্রবার জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠকে কী কী আলোচনা হয়েছে, তা নিয়ে বিতর্কের মধ্য়েই এবার নির্বাচন কমিশনের দিকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছে রাজ্যের শাসকদল।তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন বলেন, চ্যালেঞ্জ করছি কমিশন প্রকাশ করুক কী কথা হয়েছে। কমিশন জবাব দিতে পারেনি। পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশেও চলছে SIR. দুই রাজ্যেই মৃত্যু হয়েছে BLOদের সেই প্রসঙ্গ টেনে কমিশনকে আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন, SIR শেষ করতে কর্মীদের উপর চাপ দিচ্ছে নির্বাচন কমিশন। এত তাড়াহুড়ো কেন?পশ্চিমবঙ্গেও SIR নিয়ে অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। SIR প্রক্রিয়ার সময় মৃত্যু হলে তাঁদের কে সাহায্য করবে? সবমিলিয়ে, SIR-এর প্রথম ধাপ কার্যত শেষ লগ্নে চলে এলেও দেশজুড়ে তা নিয়ে রাজনৈতিক বিতর্ক থামছে না।