Social Media Apps: স্মার্টফোন আজকাল প্রায় সকলের হাতেই রয়েছে। আর তার দৌলতে সোশ্যাল মিডিয়াতেও আজকাল অ্যাকসেস রয়েছে প্রচুর মানুষের। দিন দিন সোশ্যাল মিডিয়ার ব্যবহার যত বাড়ছে, বিপদও বাড়ছে পাল্লা দিয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রতারণা, স্ক্যাম বাড়ছে তা অনেকেই জানেন। এতদিনে সেই স্ক্যামের শিকারও হয়েছেন অনেকে। এবার এইসব সমস্যা রুখতে, ইউজারদের সুরক্ষার জন্য নতুন নিয়ম আনতে চলেছে ভারত সরকার।
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, স্ন্যাপচ্যাট, জিওচ্যাট, আরাত্তাই, যোশ - এইসব জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার করেন লক্ষ লক্ষ মানুষ। এইসব অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেই কড়া নিষেধাজ্ঞা আনতে চলেছে ভারত সরকার। Department of Telecommunications (DoT) জানিয়েছে, এবার থেকে এইসব অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ইউজারের একটি অ্যাক্টিভ সিম থাকতে হবে। ইউজার যে ডিভাইস থেকে এইসব অ্যাপ ব্যবহার করবেন, সেখানে একটি অ্যাক্টিভ সিম থাকতে হবে। নাহলে পরিষেবা পাবেন না ইউজাররা। সম্প্রতি এমন তথ্যই পাওয়া গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়ম আনা হচ্ছে Telecommunication Cybersecurity Amendment Rules, 2025- এর আওতায়। এই প্রথম অ্যাপ বেসড কমিউনিকেশন সার্ভিসগুলিকে আনা হয়েছে টেলিকম স্টাইল রেগুলেশনের আওতায়। নতুন নিয়ম অনুসারে, উল্লিখিত অ্যাপগুলি, যাদের আনুষ্ঠানিক ভাবে elecommunication Identifier User Entities (TIUEs) বলা হয়, সেইসব অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে একজন ইউজারের সিম কার্ড ওই নির্দিষ্ট অ্যাপের সঙ্গে টানা ৯০ দিন সংযুক্ত থাকতে হবে।
উল্লিখিত অ্যাপগুলি শুধু মোবাইলে ব্যবহার করা যায় তা কিন্তু নয়। ওয়েব মাধ্যমেও অর্থাৎ ওয়েব ব্রাউজারের মাধ্যমেও এইসব অ্যাপ ব্যবহার করা যায়। ওয়েব ব্রাউজারে এইসব অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সরকারের তরফে নতুন নিরাপত্তা স্তর তৈরি করা হয়েছে। ওয়েব মাধ্যমে এইসব অ্যাপ লগ-ইন করার ৬ ঘণ্টা পর, তা আপনাআপনিই লগ-আউট হয়ে যাবে। তারপর ইউজারদের পুনরায় লগ-ইন করতে বলা হবে একটি কিউআর কোডের মাধ্যমে।
যেহেতু বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে প্রতারণার সংখ্যা বাড়ছে, তাই তা ব্যবহারের ক্ষেত্রে ইউজারের অ্যাক্টিভ এবং ভেরিফায়েড সিম থাকার কথা বলা হচ্ছে। এই নিয়ম চালু হয়ে গেলে অন্তত সহজে কেউ অপরাধমূলক কাজে এইসব অ্যাপ ব্যবহার করতে পারবেন না। তাতে বিপদ কিছুটা হলেও এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ইউজারদের নিরাপত্তার জন্যই কেন্দ্র সরকার আনতে চলেছে এই নতুন নিয়ম।