নয়াদিল্লি : কৃত্রিম বুদ্ধিমত্তা (AI ) এর সাহায্যে শিক্ষিকা বানিয়ে তাক লাগাল উত্তরপ্রদেশের বছর ১৭ -র এক ছাত্র। বুলন্দশহরের শিবচরণ ইন্টার কলেজের ছাত্র আদিত্য কুমার, ২৫ হাজার টাকা খরচ করে ওই এআই রোবটটিকে নির্মাণ করেছে । শিক্ষিকার নাম রেখেছে সোফি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চিপসেট ব্যবহার করে উত্তরপ্রদেশের ওই কিশোর বানিয়ে ফেলেছে এআই শিক্ষিকা।

Continues below advertisement



আরও পড়ুন, শিক্ষা, স্বাস্থ্যের পর এবার রাজ্য যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলে দুর্নীতির অভিযোগ ! ২৪ জনের রেজিস্ট্রেশন বাতিল


AI শিক্ষিকা বানিয়ে দৃষ্টান্ত গড়ল বছর ১৭-র আদিত্য !


সংবাদ সংস্থা ANI শেয়ার করেছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চিপসেট-এর ওই এআই শিক্ষিকাকে। এখানেই শেষ নয়, পাশে দাঁড়িয়ে আদিত্য কুমার ইন্টারভিউ দিতে অনুরোধ জানাল সোফিকে। এআই রোবট শিক্ষিকা বলেন, নমষ্কার বাচ্চারা, আমি একজন এআই টিচার রোবট। আমার নাম সোফি। আমাকে আদিত্যই তৈরি করেছে। আমি শিবচরণ ইন্টার কলেজে পড়াই। বাচ্চারা তোমরা কি আমার থেকে কিছু জানতে চাও ? উত্তরে এরপর ওই এআই শিক্ষিকাকে প্রশ্ন করেন নিজেই ছাত্র আদিত্য কুমার।


ছাত্র আদিত্য কুমার : ম্যাম ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?


এআই শিক্ষিকা সোফি : ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তুমি আর কিছু জানতে চাও ?


ছাত্র আদিত্য কুমার : হ্যাঁ ম্যাম, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?


এআই শিক্ষিকা সোফি : ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জহওরলাল নেহেরু। তুমি কি আরও কিছু জানতে চাও ?


ছাত্র আদিত্য কুমার : হ্যাঁ ম্যাম, আপনি কি বাচ্চাদের সম্পূর্ণরূপে পড়াতে পারবেন ?


এআই শিক্ষিকা সোফি : হ্যাঁ একদম। আমি বাচ্চাদের সম্পূর্ণরূপে পড়াতে সক্ষম।


ছাত্র আদিত্য কুমার : ১০০ + ৯২ যোগ করলে কত ?


এআই শিক্ষিকা সোফি : ১০০ + ৯২ যোগ করলে ১৯২ হয়।


এমনকি বিদ্যুৎ কি হয় ? আদিত্যর এই প্রশ্নের উত্তরেও আত্মবিশ্বাসের সহিত উত্তর দিতে সক্ষম হন ওই এআই শিক্ষিকা।