বীরভূম: SIR নিয়ে অনুব্রত মণ্ডলের নিশানায় বিজেপি। 'ভাবছ ভোটারদের বাদ দিয়ে জিতে যাবে?', দলটা তৃণমূল কংগ্রেস, হুঁশিয়ারি দিয়ে মনে করালেন শাসক নেতা অনুব্রত মণ্ডল। এদিন তিনি বলেন, 'তোমরা ভাবলে, আমরা চুরি করব, ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেব, একটা একটা বিধানসভায় ৩০ হাজার-৪০ হাজার, ৫০ হাজার ভোটার বাদ দিয়ে, তোমরা জিতে যাবে না ? আর আমরা আঙুল চুষব ? আঙুল চুষতে আসিনাই। দলটা তৃণমূল কংগ্রেস।'
আরও পড়ুন, রাজগঞ্জের BDO-র পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রশান্ত বর্মণকে !
মুর্শিদাবাদের ফারাক্কা দিয়ে যার শুরুটা হয়েছিল, চারদিকে তা চলছেই! থামছে না!থামার কোনও লক্ষণ নেই!আর এরইমধ্য়ে হুমকির সুর শোনা গেল ফারাক্কার তৃণমূল বিধায়কের গলায়, যাঁর উপস্থিতিতে কয়েক দিন আগেই বিডিও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল! বুধবারই অশান্তির আগুনে জ্বলেছিল মুর্শিদাবাদের ফারাক্কা।এলাকার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের সামনে ভেঙে চুরমার করে দেওয়া হয় BDO অফিস।৫ দিন কেটে গেলেও এখনও তৃণমূল বিধায়ককে ছোঁয়নি পুলিশ। আর এর ফলে আরও উজ্জীবিত হয়ে, আরও আরও বেপরোয়া তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। সোমবার ফারাক্কায় প্রকাশ্য সভায় নির্বাচন কমিশনকে হুমকি দিতে দেখা গেল তাঁকে!
ফারাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বলেন, কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলেখেলা করছ? আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছ না? তুমি আকাশে আছ? পাতাল থেকে ছেঁচড়ে বের করব। পাতাল থেকে বের করব। এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওঁকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গদ্দার হয়ে গেছে। বেইমান, অযোগ্য লোক।'এখানেই শেষ নয়। সুর আরও চড়িয়েছেন তৃণমূল বিধায়ক।আরও বড় হুমকি দিয়েছেন। মণিরুল ইসলাম বলেন, আমি শুধু ইশারায় বলব ১৯ তারিখে ফাইনাল লিস্ট বেরোবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় নচেৎ দেখবেন চারিদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই। ধুকধুক করে মরার চেয়ে লড়াই করে মরা আমি মনে করি জীবনে স্বার্থক।
অপরদিকে, বাসন্তীতে সেখানে BDO অফিসের পাশে, সোনাখালি কর্মতীর্থে ছিল SIR-এর শুনানি। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেকক্ষণ পর, শুনানি শুরু হয়। শুধু তাই নয়, অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও, শুনানিকেন্দ্রে নথি জমা দেওয়ার পর, কোনও রসিদ দেওয়া হচ্ছিল না। এ নিয়ে অশান্তি বাড়তে থাকে। এরপর শুরু হয় ভাঙচুর। তারপর তাণ্ডব। পুলিশের সামনেই ভেঙে ফেলা হয় শুনানিকেন্দ্রের চেয়ার-টেবিল। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নথিপত্র। ফের SIR-এর শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা। এবার দক্ষিণ ২৪ পরগনার বসন্তী। এখানেই উত্তেজনা ছড়ায়।