কলকাতা: SIR 'চাপে' BLO-রা, এই আবহে, কমিশনের ভূমিকায় প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের। বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি থেকে...ফিল আপ করা ফর্ম সংগ্রহ। এরপর রয়েছে ডিজিটাইজেশনের ঝক্কিঝামেলা! এহেন পরিস্থিতিতে কাজের চাপে সম্প্রতি রাজ্যে একাধিক BLO-র অসুস্থ হওয়া থেকে শুরু করে মৃত্যুর খবর আসছে। ইতিমধ্যেই সরব তৃণমূল কংগ্রেস। এহেন পরিস্থিতিতেই এবার শমীক ভট্টাচার্যর আক্রমণের মুখে মুখ্য নির্বাচন কমিশনার।
আরও পড়ুন, '৫ দফা প্রশ্নে কোনও উত্তর মেলেনি..' ! তৃণমূলের প্রতিনিধি দলকে পাল্টা কী বার্তা কমিশনের ?
কমিশনের ভূমিকায় প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের
শমীক ভট্টাচার্য বলেন, বিএলও-দের আজকের এই অবস্থা যদি হয়, তাঁর জন্য, তাঁরা যে পরিস্থিতির শিকার হচ্ছে, তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, দু-তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে এখানে। জ্ঞানেশ কুমারকে আসতে হবে। কী অবস্থায় BLO-রা আছেন, তা দেখতে হবে। কীভাবে প্রক্রিয়া চলছে, বুঝতে হবে। দুই জন প্রতিনিধি পাঠালে চলবে না। তাঁর প্রতিনিধি, এখানে ওই অফিসের মধ্যে কীভাবে আছেন, সেটা তাঁকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম, তারপরে উপর থেকে মনিটারিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন, দিল্লিতে বসে থেকেই, আর দু-একটা ডেপুটেশন নিয়েই, তিনি ওখান থেকে, স্যাটেলাইটের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন, তাঁকে এখানে আসতে হবে। আমরা সমস্ত নথি নিয়ে তাঁর কাছে যাব। কারণ বহুক্ষেত্রে, যাদের বিরুদ্ধে SIR হওয়ার কথা ছিল, কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। বিএলও-দের নিরাপত্তা দেবার দায়িত্ব, পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা,যাদের নিয়োগ করা হয়েছে, যারা কাজ করছেন, তাঁদের নিরাপত্তার দায়িত্ব ইসি-কে (নির্বাচন কমিশন) নিতে হবে। ফোনে কোনও কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতার অফিসে এসে বসতে হবে। বর্ধমানে যেতে হবে, দক্ষিণ ২৪ পরগনায় যেতে হবে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা। সেই আলাদা পরিস্থিতির কারণে, আমরা দাবি করছি যে, জ্ঞানেশ কুমার আসুন। নিজে এসে অফিসে বসুন। অফিসে বসে মনিটারিং করুন।'