বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শুক্রবার সকালে, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করল তৃণমূল কংগ্রেসের ১০ সাংসদের প্রতিনিধি দল। এদিকে পাঁচ দফা প্রশ্নে কোনও উত্তর মেলেনি বলে দাবি তৃণমূল সাংসদ  ডেরেক ও'ব্রায়েনের। সূত্র মারফত খবর,  তৃণমূলের প্রতিনিধি দলকে, কমিশনের পাল্টা বার্তা, 'খসড়া তালিকা প্রকাশের পর কোনও অভিযোগ থাকলে জমা দিন। BLO-দের কাজে হস্তক্ষেপ করবেন না। BLO-দের স্বাধীনভাবে কাজ করতে দিন। BLO-দের ওপর যেন কোনও চাপ সৃষ্টি না করা হয়। BLO-দের কোনও রাজনৈতিক দল হুমকি দিতে পারে না'।

Continues below advertisement

আরও পড়ুন, বালিতে তৃণমূল নেতাকে গুলি করল কে? দলেই ২ তত্ত্ব!

Continues below advertisement

জ্ঞানেশ কুমার এবং জাতীয় নির্বাচন কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে। SIR আবহে ৪০ জনের মৃত্যু নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই কথা বলা হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। তৃণমূল সাংসদদের দাবি, ৫ দফা প্রশ্ন করা হলেও, কোনও উত্তর মেলেনি। তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন।সাধারণ মানুষ থেকে একাধিক BLO-র মৃত্য়ু। SIR-আতঙ্কে উঠেছে আত্মহত্য়ার অভিযোগও....! এই প্রেক্ষিতে, শুক্রবার সকালে, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করল তৃণমূল কংগ্রেসের ১০ সাংসদের প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, অনেক গল্প শুনেছি। কিন্তু কোনও প্রশ্নের উত্তর মেলেনি।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, যাঁরা গেছে তাঁরা SIR-এর ফর্মটা ফিলআপ করেছে কি করেনি? তৃণমূল কংগ্রেসের দাবি, SIR-এর কারণে, গত ৩২ দিনে সাধারণ মানুষ, BLO মিলিয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। 

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হাতে সেই ৪০ জনের তালিকা তুলে দেওয়া হয়। রাজ্য়সভা তৃণমূল কংগ্রেস সাংসদ  ডেরেক ও'ব্রায়েন বলেন, SIR-এর কারণে মৃত্য়ু হওয়া প্রায় ৪০ জনের নামের তালিকা আমরা তাঁর (জ্ঞানেশ কুমার) হাতে তুলে দিয়েছি।  আমরা তাঁকে (জ্ঞানেশ কুমার) জানিয়েছি, তাঁর এবং জাতীয় নির্বাচন কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে। আমরা SIR-এর ধারণার বিরোধী নই, আমরা অপরিকল্পিত, হৃদয়হীন পদ্ধতিতে এটি করা হচ্ছে তার বিরোধী। 

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, যাঁরা গেছে তাঁরা SIR-এর ফর্মটা ফিলআপ করেছে কি করেনি? তাঁর বাড়ির স্ত্রী, বাড়ির ছেলেমেয়ে  এনারা কি SIR-এর ফর্ম ফিলআপ করেছেন? না এখনো ফাঁকা রেখে দিয়েছেন? নিজেরা ফর্ম ফিল আপ করে মানুষকে বোকা বানাচ্ছেন। মানুষকে মিথ্যে কথা বলছেন তাঁরা যেন ফর্ম ফিল আপ না করেন। তৃণমূল কংগ্রেসের দাবি, জাতীয় নির্বাচন কমিশনারকে তারা ৫ দফা প্রশ্ন করেন। 

রাজ্য়সভা তৃণমূল সাংসদ  ডেরেক ও'ব্রায়েন বলেন,আমরা, তৃণমূলের পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন সামনে রেখেছি।  এরপর তিনি (জ্ঞানেশ কুমার) প্রায় ১ ঘণ্টা এনিয়ে কথা বলেছেন। তাঁর সমস্ত কথায়, ৫টি প্রশ্নের মধ্য়ে ১টিরও উত্তর পাওয়া যায়নি। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, SIR-এর মাধ্যমে মৃত ভোটার, অনুপ্রবেশকারী, একাধিক স্থানে নাম থাকা ভোটার, অন্যত্র স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে।তৃণমূল কংগ্রেস SIR-এ এত আপত্তি জানাচ্ছে কেন? তিনি জানান, খসড়া তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। এরপর যে কোনও সমস্যা সমাধানের জন্য ২ মাস সময় থাকবে। তাই এই কাজে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা কামনা করেন তিনি।