আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্য়ায় ও দীপক ঘোষ, কলকাতা: শনিবার মতুয়া অধ্য়ুষিত রাণাঘাটের তাহেরপুরে অডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। পরে, সন্ধেয় আবার এক্স হ্য়ান্ডলে লেখেন, আমি প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব। আর সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের BLA বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বললেন, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন, তাঁরা কোনও ভয় পাবেন না। 

Continues below advertisement

আরও পড়ুন, দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের কনস্যুলার পরিষেবা 'সাময়িকভাবে স্থগিত..', ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশও !

Continues below advertisement

SIR-আবহে মতুয়া ভোটব্য়াঙ্ক কাদের দিকে থাকবে, তা নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চরমে উঠেছে।শনিবার মতুয়া অধ্য়ুষিত রাণাঘাটের তাহেরপুরে অডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। দুদিন পরই মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন, তাঁরা কোনও ভয় পাবেন না।SIR শুরুর পর থেকে মতুয়াদের সবথেকে বড় প্রশ্ন হল, ভোটার তালিকায় তাদের নাম থাকবে তো? তারা ভোটের লাইনে দাঁড়াতে পারবে তো? কারণ, ২০০২ সালের ভোটার লিস্টে তাদের অনেকেরই নাম নেই! ফলে SIR-এ মতুয়া সম্প্রদায়ভুক্ত অনেকের নামই 'আনম্য়াপড' থেকে গেছে। এদিকে ২০২৪ সালে CAA-র রুল জারির পর, অনেকে নাগরিকত্বের আবেদন করলেও, এখনও তার নিষ্পত্তি হয়নি।  শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা ছিল প্রধানমন্ত্রীর। সেখানে দেওয়া অডিও বার্তায় মতুয়াদের আবেগ উস্কে দিলেও, মতুয়াদের ভোটাধিকারের বিষয়টি নিয়ে কিছুই বলেননি তিনি। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, জয় নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এতেই ক্ষোভ উগরে দেন সভায় আসা মতুয়া সম্প্রদায়ভুক্তরা। 

প্রশ্ন: নাম বাদ যাচ্ছে, সেটা নিয়ে তো উনি কোনও কথাই বললেন না...মতুয়া সম্প্রদায়ভুক্ত : আফসোস আজকের বক্তব্যতে এখনও কিছুই পাইনি।  এরপর শনিবার সন্ধেয় নরেন্দ্র মোদি আবার এক্স হ্য়ান্ডলে লেখেন, আমি প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব। তাঁরা তৃণমূল কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে CAA এনেছে, তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেওয়ার পর মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কিছু করবে। এই আবহে মতুয়াদের কাছে টানতে তৎপর তৃণমূলও। ইতিমধ্য়ে মতুয়া-গড় বনগাঁয় সভা এভং মিছিল করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবারও মতুয়াদের নিয়ে বার্তা দেন তৃণমূলনেত্রী। 

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬-এর নির্বাচন বিজেপির দালালদের বিসর্জন। বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন, তাঁরা কোনও ভয় পাবেন না। সবমিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, মতুয়া সম্প্রদায়ভুক্তদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ।