কলকাতা: ফের কমিশনের নির্দেশ অমান্য? স্ক্যানারে বারুইপুর পূর্ব। SIR-এ শৃঙ্খলাভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগ। স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার। বারুইপুরের একাধিক সরকারি অফিসার ও কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা, কমিশন সূত্রে খবর।

Continues below advertisement

আরও পড়ুন, আজ ৫ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতাপাঠ, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ

Continues below advertisement

কমিশনের নির্দেশ অমান্য ও অবৈধ কার্যকলাপের অভিযোগ। CEO মনোজ আগরওয়াল ও স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তর কাছে অভিযোগকী পদক্ষেপ নিয়েছেন BDO? খতিয়ে দেখার নির্দেশ কমিশনের। বারুইপুর পূর্বের ৯৪নং বুথে একাধিক ফর্মে BLO বদলের পরেও আগের BLO-র সই। বিরোধীদের আপত্তিতে BLO-র দায়িত্ব থেকে সরানো হয়েছিল তৃণমূলের বুথ সভাপতিকে।

৪ নভেম্বর এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ওই বুথেই BLO-র দায়িত্ব দেওয়া হয়। BLO বদলের পরেও ২৫ নভেম্বর সই করা ফর্মে পুরনো BLO-র সই! কেন কমিশনের নির্দেশ অমান্য করে ফর্ম সংগ্রহ? অবজার্ভারের রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপের ভাবনা, কমিশন সূত্রে খবর। আগেই সাসপেন্ড বারুইপুর পূর্বের ERO ও AERO। ভোটার লিস্টে গরমিলের অভিযোগে সাসপেন্ড হন ERO ও AERO।

SIR-এ এখনও পর্যন্ত ৫৫ লক্ষ ৪৫ হাজার নাম বাদ। মৃত ভোটার ২৩ লক্ষ ৮৩ হাজার। নিখোঁজ সাড়ে দশ লক্ষ। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। অন্যদিকে, SIR-এ শৃঙ্খলাভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগে বারুইপুরের একাধিক সরকারি অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা নির্বাচন কমিশনের। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়!১৬ ডিসেম্বর SIR-এর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কার নাম থাকবে? আর কার নামই বা বাদ পড়বে? এ নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে! নির্বাচন কমিশন সূত্রে খবর, কমিশনের ঝাড়াই বাছাইয়ে শনিবার সন্ধে ৬ টা পর্যন্ত প্রায় সাড়ে ৫৫ লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে যারা বাদ পড়ার যোগ্য। যার মধ্য়ে এ রাজ্যে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রায় ২৪ লক্ষ নাম। নিখোঁজ ভোটারের সংখ্য়া সাড়ে ১০ লক্ষর বেশি। এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন এমন ভোটারের সংখ্য়া প্রায় ১৯ লক্ষ। ডুপ্লিকেট ভোটারের সংখ্য়া প্রায় দেড় লক্ষ।  কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বলেছে SIR-এর কাজে গতি আনতে তৎপর নির্বাচন কমিশন! শনিবার মুখ্য় নির্বাচনী দফতরে বিশেষ বৈঠক করেন মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন ১১ ডিসেম্বর। সূত্রের খবর, SIR-এর ফর্ম ডিজিটাইজেশন শেষ হয়েছে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ,পূর্ব বর্ধমান এই তিন জেলায়। ডিজিটাইজেশনে পিছিয় রয়েছে শিলিগুড়ি, ডাবগ্রাম -ফুলবাড়ি, বিধাননগর কসবা, বেহালা পূর্ব, যাদবপুর ও  মেটিয়াব্রুজের মতো এলাকা।  সূত্রের খবর, এর পাশাপাশি ভোটার তালিকায় সংশোধন পর্বে BLO-দের মৃত্য়ু আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। এ নিয়ে DEO-দের দ্রুত রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।এর পাশাপাশি গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেও জোর দিয়েছে নির্বাচন কমিশন। SIR-এ শৃঙ্খলাভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগে নির্বাচন কমিশনের স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার । সূত্রের খবর, নির্দেশ অমান্য ও অবৈধ কার্যকলাপের অভিযোগে একাধিক সরকারি অফিসার ও কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কমিশন।