কলকাতা: আজ ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতাপাঠ। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্রিগেডে গীতাপাঠ। ব্রিগেডে গীতাপাঠে যোগ দেবেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ। বাংলাদেশ ও নেপাল থেকেও গীতাপাঠে যোগদান, দাবি উদ্যোক্তাদের।

Continues below advertisement

আরও পড়ুন, 'এটা পশ্চিমবঙ্গের জয়..', শীঘ্রই সোনালি বিবির সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

মুখ্যমন্ত্রী সবরকমভাবে সাহায্য করছেন , বললেন কার্তিক মহারাজ

এদিন কার্তিক মহারাজ বলেন, আয়োজন একদম পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। কাতারে কাতারে মানুষ আসছেন। চতুর্দিক থেকে ফোন আসছে। এখনও পর্যন্ত কোনও অসুবিধা হয়নি। ভাল সহযোগিতা আমরা পাচ্ছি, কোনও অসুবিধা নেই।

প্রশ্ন: মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন, কোনও উত্তর পেয়েছেন এখনও অবধি?

কার্তিক মহারাজ : কোন উত্তর পাইনি। সবরকমভাবে সাহায্য করছেন উনি। ওনার রাজ্যে আছি, প্রশাসন, পুলিশ, সবরকমভাবে সাহায্য করছেন। 

 গীতাপাঠে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও সব দলের সাংসদ-বিধায়কদের

গত সোমবার হয় কলসযাত্রা, ভূমিপুজো, ধ্বজা উত্তোলন। রবিবারের গীতাপাঠে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও সব দলের সাংসদ-বিধায়কদের। গীতা পাঠের অনুষ্ঠান নিয়েও কটাক্ষ পাল্টা কটাক্ষে জড়িয়েছে বিজেপি-তৃণমূল!৭ ডিসেম্বর রবিবার, ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। গত সোমবার, তারই সূচনা হিসেবে হয় ভূমিপুজো। ওইদিন প্রথমে দইঘাট থেকে কলসিতে গঙ্গার জল নিয়ে যাওয়া হয় ব্রিগেডে। সেখানে হয় ভূমিপুজো।সেই সঙ্গে ধ্বজা উত্তোলন করা হয়।

' এর মধ্যে কোনও রাজনীতির ব্যাপার নেই' ব্রিগেডের গীতাপাঠে সাধু-সন্তরা তো উপস্থিত থাকবেনই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব দলের সাংসদ-বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।স্বামী নির্গুণানন্দ, ব্রিগেডের গীতাপাঠ উদ্যোক্তা বলেন, এর মধ্যে কোনও রাজনীতির ব্যাপার নেই। সব দলের বিধায়ক, সাংসদদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি। তবে মুখ্যমন্ত্রীর তরফে প্রত্যুত্তর পাইনি। যারা আসতে চায় আসবে। 

'পোশাক বদল হয়, আত্মা একই থাকে'

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।বিজেপি নেতা  শঙ্কুদেব পণ্ডা বলেন, যারা হিন্দু, তারা আসবে। যারা হিন্দু নয়, তারা আসবে না।তৃণমূল কংগ্রেসের মুখপাত্র  অরূপ চক্রবর্তী বলেন, গীতার গান দিয়েই শুরু করছি।... পোশাক বদল হয়, আত্মা একই থাকে। যারা গেছে তারা কংগ্রেস, তৃণমূল থেকে গেছে। স্বামী প্রদীপ্তানন্দ গীতা পাঠ করবেন! ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে, এই গীতাপাঠের অনুষ্ঠানও চর্চার কেন্দ্রবিন্দুতে।