কলকাতা: মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'কেন্দ্রীয় সরকারের অনেক এজেন্সি BLO লাগিয়েছে'। যদিও এবার মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে কমিশন জানিয়েছে 'মাইক্রো অবজার্ভাররা সবাই এরাজ্যের। ভিন রাজ্যের কেউ মাইক্রো অবজার্ভার নন', খবর সূত্রের।
মূলত নেতাজি ইন্ডোরের BLA-সভা থেকে সম্প্রতি হুঙ্কার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'কেন্দ্রীয় সরকারের অনেক এজেন্সি BLO লাগিয়েছে। ভোটের ২ মাস আগে SIR-এর মানে, সরকার ৬ মাস উন্নয়নমূলক কাজ করতে পারবে না। বিজেপি আমাদের সঙ্গে খেলে কিছু করতে পারবে না। কেন্দ্র অনেককে নিয়োগ করেছে। কাকে কাকে নিয়োগ করা হয়েছে, খবর রাখুন। তারা কোন বিভাগে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলস্ চাই। আমি তাদের সহযোগিতা করব। কিন্তু, আমার তাদের ডিটেলস্ চাই।'
সূত্র মারফৎ খবর, এবার মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ নস্যাৎ করে নির্বাচন কমিশন জানিয়েছে, 'মাইক্রো অবজার্ভাররা সবাই এরাজ্যের। ভিন রাজ্যের কেউ মাইক্রো অবজার্ভার নন। শুনানির জন্য দেড় দিনের মধ্যে ১০ লক্ষ নোটিস জেনারেট। আজকের মধ্যেই নোটিস প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। ২৭ ডিসেম্বর থেকে SIR-এর শুনানি শুরু হবে। শুনানি হতে পারে কলেজ, পুরসভা, কিংবা সরকারি অফিসে। গ্রামে শুনানি হতে পারে বিডিও কিংবা সরকারি অফিসে। কিন্তু গ্রামে কোথাও পঞ্চায়েত অফিসে হবে না SIR-শুনানি।
মূলত, SIR-এর শুনানি পর্বে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় ৪ হাজার মাইক্রোঅবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু শুনানি শুরু হবে কবে? উত্তর এখনও মেলেনি। BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চের দাবি, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর। মঙ্গলবার প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এর মাঝে প্রায় ২ মাস ধরে চলবে অভিযোগ গ্রহণ, শুনানি, ঝাড়াইবাছাই, বিশ্লেষণ। যাঁরা শুনানিতে ডাক পাবেন, তাঁদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন BLO। সূত্রের খবর, শুনানিতে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় ৪ হাজার মাইক্রোঅবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন।
এনিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, মাইক্রো অবজার্ভার তো আসবে। অর্ডার হয়েছে।চিঠিতে বলা হয়েছে, রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হবে। তাঁরা ERO, SERO এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করবেন।পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কিন্তু শুনানি শুরু হবে কবে? এনিয়ে প্রশ্ন তুলেছে BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চ। সূত্রের খবর, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর।