নয়াদিল্লি: ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। সেই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার একাধিক মহাতারকাদের খেলার কথা। এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সূর্যকুমার যাদব এবং শিবম দুবেকেও। প্রাথমিকভাবে মুম্বইয়ের তরফে শার্দুল ঠাকুরের নেতৃত্বাধীন বিজয় হাজারে ট্রফির স্কোয়াডে রোহিত শর্মার নাম থাকলেও ছিলেন না সূর্যরা। তবে আজই দুবে ও সূর্যকুমারের নাম যোগ করা হয়েছে।
মুম্বই নিজেদের বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলি জয়পুরে খেলবে। সেই টুর্নামেন্টে হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের বিরুদ্ধে যথাক্রমে ৬ জানুয়ারি ও ৮ জানুয়ারি বিরুদ্ধে মুম্বই দল। শিবম দুবে এবং সূর্যকুমার যাদব এই দুই ম্য়াচের জন্য নিজেদের উপলব্ধ বলে জানিয়ে দিয়েছেন। মুম্বই ক্রিকেট সংস্থার তরফে এক সরকারি বিবৃতিতে জানানো হয়, 'সূর্য এবং দুবে নিশ্চিত করেছেন যে ৬ জানুয়ারি এবং ৮ জানুয়ারি, দুই বিজয় হাজারে ট্রফির ম্যাচে ওঁরা খেলবেন। মুম্বইয়ের স্কোয়াডে ওঁদের নাম নথিভুক্ত করা হবে।'
খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ়ে যেসব ভারতীয় ক্রিকেটাররা অংশগ্রহণ করেছেন, তাঁদেরকে বোর্ডের তরফে অন্তত দুইটি করে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে বলা হয়েছে। চুক্তির আওতায় থাকা সকল ক্রিকেটারদের ক্ষেত্রেই বোর্ডের তরফে এই নিয়ম ধার্য করা হয়েছে।
অপরদিকে, ভারতীয় প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও আপাতত শুরুর দুই ম্যাচ খেলবেন বলেই নিশ্চিত রয়েছে বলে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সরকারি বিবৃতিতে জানানো হয়। ১১ জানুয়ারি থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলবে ভারতীয় দল, সেই সিরিজ়ের জন্য রোহিত শর্মা এবং দিল্লির হয়ে বিরাট কোহলি বিজয় হাজারেতে কেবল দুই ম্যাচই খেলবেন বলে খবর।
প্রসঙ্গত, সম্প্রতি রোহিত শর্মা এক ইভেন্টে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে পরাজয় নিয়ে মুখ খোলেন। তিনি জানান সেই ধাক্কা সামলাতে তাঁর একাধিক মাস সময় লেগেছিল। 'সেই বিশ্বকাপের পর দলের প্রত্যেকেই খুব হতাশ হয়ে পড়েছিল। যা হয়েছিল বিশ্বাসই করতে পারছিলাম না। ব্যক্তিগত ভাবে আমার কাছে খুব কঠিন সময় ছিল। প্রতিযোগিতার দু’-তিন মাস আগে থেকে নয়, ২০২২-এ অধিনায়ক হওয়ার পর থেকেই বিশ্বকাপকে পাখির চোখ করেছিলাম আমি। কিন্তু পারিনি।'
তিনি যোগ করেন, 'আমার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা। তা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের ফর্ম্য়াটে হোক। তা না হওয়ায় বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। শরীরে আর কোনও শক্তি বেঁচে ছিল না। টানা দুটো মাস লেগেছিল ধাক্কা থেকে ফিরে আসতে।' ২০২৩ সালে হয়নি, ২০২৭ সালের বিশ্বকাপ রোহিতের হাতে ৫০ ওভারের বিশ্বকাপ ট্রফি উঠে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।