রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: SIR-এর চাপে ফের বিএলও মৃত্য়ুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের খড়গ্রামে। মৃতের নাম জাকির হোসেন। বৃহস্পতিবার সন্ধেয় SIR-এর ফর্ম আপলোড করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্য়ু হয় তাঁর। পরিবারের দাবি, SIR সংক্রান্তে কাজের চাপেই অসুস্থ হয়ে মৃত্য়ু হয়েছে ওই ব্য়ক্তির। অন্যদিকে, এই ঘটনাকে সামনে রেখে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা।
মৃত BLO-র ছেলে ইমদাদুল হোসেন SIR-এর চাপে একটু অসুস্থ হয়ে পড়েন, শ্বাসকষ্ট শুরু হয়, তারপর মারা যায়। বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি থেকে... ফিল আপ করা ফর্ম সংগ্রহ!এরপর রয়েছে ডিজিটাইজেশনের ঝক্কিঝামেলা! এই আবহে কাজের চাপে সম্প্রতি রাজ্যে একাধিক BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে! সেই তালিকায় এবার যোগ হল মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা জাকির হোসেনের নাম। তিনি ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথের BLO ছিলেন। পরিবারের দাবি, SIR-এর কাজের চাপেই বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বছর পঞ্চান্নর জাকির হোসেনের। মৃত BLO-র ছেলে ইমদাদুল হোসেন বলেন, SIR-এর চাপে তিনি একটু অসুস্থ হয়ে পড়েন। SIR-এর যে অ্য়াপটা দিয়েছে সেই অ্য়াপটা খুব স্লো চলছে। অ্য়াপে ঠিকমতো ফর্ম আপলোড না হওয়ার কারণে খুবই চিন্তিত ছিল। ভাবছিল কীভাবে সময়ের মধ্য়ে সেগুলো আপলোড করব। এই চিন্তায় সবসময় থাকত, সে কারণে অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়, তারপর সে মারা যায়। আর এই ঘটনায় ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা!খড়গ্রাম তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস মার্জিত বলেন, SIR-এর যে ডিউটি, যে চাপ, এখানে বিজেপি সরকার, কেন্দ্র সরকার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে SIR লাগু করতে চলেছে বিভিন্নরকম ভাবে, এরকম সাধারণ শিক্ষক অকালে ঝরে যাচ্ছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, এত ঝটপট কীসের? সময় নাও, ধীরেসুস্থে কর যদি প্রয়োজন হয়। কিন্তু কোনও মানুষের মৃত্যু হবে এই SIR করার জন্য এর থেকে দুর্ভাগ্যের, এর থেকে নিন্দার, এর থেকে প্রতিবাদের আর কিছু হতে পারে না।উত্তর দিয়েছে বিজেপিও।
বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন সভাপতি শাখারভ সরকার বলেন, তৃণমূল কংগ্রেসকে ধন্য়বাদ জানাই। গিনেস বুকে নাম তোলার জন্য ওদের নাম রাখার জন্য আমি অনুরোধ করব, চিঠি পাঠাব। শকুনের ভূমিকা ওরা (তৃণমূল) ভাল পালন করছেন। কোনও মৃত্য়ু মুর্শিদাবাদে SIR-এর কারণের জন্য হয়নি। গত কয়েকদিনে দেশজুড়ে একাধিক BLO-র মৃত্য়ু হয়েছে। এরমধ্য়ে ৯ জন আত্মহত্য়া করেছেন। সবচেয়ে বেশি BLO-র মৃত্য়ু হয়েছে মধ্য়প্রদেশে। ৮ জন। গুজরাতে ৫ জন, উত্তরপ্রদেশে ৪ জন BLO-র মৃত্য়ু হয়েছে। এছাড়া রাজস্থানে ২ জন। কেরল এবং তামিলনাড়ুতে ১ জন করে BLO-র মৃত্য়ু হয়েছে।