নয়াদিল্লি: সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কায় নজরদারি। স্বরূপনগর-হাকিমপুর রোডে টহল, গাড়ি থামিয়ে নাকা চেকিং। বাসে উঠেও চলছে তল্লাশি। অনুপ্রবেশ নিয়ে একের পর এক অভিযোগের মধ্যেই সীমান্ত-পরিস্থিতি দেখতে যাচ্ছেন রাজ্যপাল, উত্তর ২৪ পরগনা লাগোয়া বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি দেখতে হাকিমপুর যাচ্ছেন রাজ্যপাল, আজ রাতে থাকবেন কৃষ্ণনগরে, কাল যাবেন মুর্শিদাবাদ।
আরও পড়ুন, SIR নিয়ে করা মামলা মুলতুবি, কী পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ?
কোনওভাবে সীমান্তটা পেরিয়ে গেলেই, জীবনটা বদলে যাবে!এই আসা নিয়েই একটা সময় অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিলেন এই সমস্ত বাংলাদেশিরা। কিন্তু, SIR-এর মতো কিছু একটা যে আচমকা বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে, তা কে আর বুঝতে পেরেছিল। তাই গত কয়েকদিনের মতো সোমবারও উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে, হাকিমপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে গেলে অনেকে।
আজ হাকিমপুর চেকপোস্টে আসছেন, সঙ্গে সঙ্গে বিএসএফের কাছে চলে যাচ্ছেন। তাদের আউটপোস্টে নিয়ে যাওয়া হচ্ছিল। কয়েকদিন ধরে দেখছিলাম, এখানে অপেক্ষা করছিল, তারপর নিয়ে যাচ্ছিল। এখানে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অপেক্ষা করছিল। কেউ ২ দিন, কেউ ৩ দিন। আজ ছবিটা অন্য। যারা এসে পৌছচ্ছেন, তারা সঙ্গে সঙ্গে হাকিমপুর চেকপোস্টে গিয়ে বিএসএফের তত্তাবধানে পৌছে যাচ্ছে, হাকিমপুর চেকপোস্ট পেরিয়ে যে আউটপোস্ট আছে।
সম্প্রতি রাজ্যপাল বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষের ঢল নেমেছে। পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করার আগে, আমি ঘটনাস্থলে যেতে চাই। বাস্তবটা যাচাই করতে চাই। SIR একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর বাস্তবায়নে যদি কোনও অভিযোগ থাকে, তবে নির্বাচন কমিশন তার সমাধান করবে। সবকিছু ভাল, যার শেষ ভাল।
বাংলাদেশি হয়েও ভারতে এসে এখানকার নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন অনেকেই। কেউ তুলতেন রেশন, কেউ আবার ভোটও দিয়েছেন। পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। ঠিক যেভাবে আধার কার্ড পাইয়ে দেওয়ার জন্য তাঁর কাছ থেকেও টাকা চাওয়া হয়েছিল বলে, দাবি করলেন এই মহিলা। নাম মুন্নি, কাজ করতে চিনার পার্কে। কিন্তু টাকার অভাবে ভারতের কোনও পরিচয়পত্র জোগাড় করতে না পারায়, ফিরে গেলেন বাংলাদেশে।
প্রশ্ন : কতবছর আগে এসেছিলেনমুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: ৩-৪ বছর প্রশ্ন : কীভাবে এসেছিলেন?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: ওই ব্ল্যাকে প্রশ্ন : কত টাকা ?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: ৩ হাজার টাকা প্রশ্ন : কোন পথে এলেন ?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: এখানে বিথারী...
প্রশ্ন : কোনও নথি তৈরি করেছিলেন ?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: না প্রশ্ন : কেন?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: কী করে করব, এখানে যদি বাবা-মা না থাকে, জন্মের কেউ না থাকে, কী করে হবে প্রশ্ন : চেষ্টা করেছিলেন?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: ২-৩জন বলেছিল, পয়সা চেয়েছে। প্রশ্ন : কত পয়সা চেয়েছেমুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: ৩ হাজার করে চেয়েছিল, বলে আর কিছু করেনি। প্রশ্ন : কী করবে ৩ হাজার নিয়েমুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: ওই বলে পয়সা দিলে আধার কার্ড করে দেব, এখানে থাকতে পারো। প্রশ্ন : ভোট দিয়েছিলেন ?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: না প্রশ্ন : ৩ হাজার টাকা চাওয়ার কথা বলেছিল, কারা বলেছিল?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: নাম জানি না। প্রশ্ন : কোনও পার্টির লোক ?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি:না প্রশ্ন : কী বলেছিল ?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: বলে, আমরা নিয়ে একজনের পরিচয়পত্র দেব, তোমার আধার কার্ড হয়ে যাবে। পয়সা দিতে হবে। আমার পয়সা নেই তো, কী করে হবে! প্রশ্ন : কী কী তৈরি করে দেবে বলেছিল?মুন্নি, ভারত থেকে ফিরে যাওয়া বাংলাদেশি: আধার কার্ড, প্যান কার্ড করে দেব, পয়সা দিতে হবে।