অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: শুনানির আগে SIR-এর প্রয়োজনীয় নথি পেতে 'পাশে' পুরসভা। 'ডোমিসাইল সার্টিফিকেট দেবে কলকাতা পুরসভা (KMC)। বয়স্কের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করবে বরো অফিস। বার্থ, ডেথ সার্টিফিকেটের জন্য পুরসভাতেই ২০টি কাউন্টার', নথি নিয়ে এমনই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র।
আরও পড়ুন, বাংলাদেশে হিন্দু নিধনে কলকাতায় প্রতিবাদ শুভেন্দুদের, 'বদলা নেবই, উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে..'
কলকাতা পুরসভার মেয়র পারিষদ বৈঠকে কী সিদ্ধান্ত ? প্রয়োজনীয় নথি পাবেন কীভাবে ?
আজ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। তারপরে সন্ধ্যার আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করলেন, যাদের নাম ওঠেনি বা বদা গেছে-সহ একাধিক পৃথক ইস্যুতে এসআইআর-র যে শুনানি হবে, তার জন্য তাঁদের বেশ কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টসের ক্ষেত্রে সাহায্য করবে, কলকাতা পুরসভা।
'ডোমিসাইল সার্টিফিকেট দেবে কলকাতা পুরসভা'
আজকে কলকাতা পুরসভার মেয়র পারিষদ বৈঠক ছিল। আর এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট দেবে কলকাতা পুরসভা। যেটা এটা এতদিন দেওয়া হত, টাউন হল থেকে, সেটা এবার কলকাতা পুরসভার হেড অফিস থেকে দেওয়া হবে। এমনকি যে বয়স্ক মানুষ যারা আসতে পারবেন না, তাঁরা ব্যরোতে জমা করবেন, ব্যরো থেকে সমস্ত কাগজ নিয়ে আসা হবে হেড অফিসে। সেখানে কাজ করিয়ে, ডোমিসাইল সার্টিফিকেটে আমলা দিয়ে থাকেন, সেইগুলি নিয়ে গিয়ে আবার দেওয়া হবে ব্যরো অফিসে।
নেই জন্ম-মৃত্যুর শংসাপত্র ? ডোমিসাইল সার্টিফিকেট মিলবে কোথা থেকে ? বয়স্কের জন্য কী সুবিধা ?
দ্বিতীয় যে বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডেট এবং বার্থ, যারা নতুন জন্মেছে-১ বছরের মধ্যে, সেগুলি আলাদা। কিন্তু যাদের পুরনো তথ্য দরকার রয়েছে, সেই কারণে কলকাতা পুরসভাতেই ২০ টা অন্তত কাউন্টার করা হচ্ছে, যেখানে কারও প্রয়োজন হচ্ছে যে, কারও বাবার মৃত্যুর শংসাপত্র, কারও দরকার হচ্ছে যে জন্মের শংসাপত্র, অর্থাৎ যারা পুরনো রয়েছে, তাঁদের ক্ষেত্রেও সাহায্য করবে কলকাতা পুরসভা।
আগামী দুই-তিন দিনের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে, জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিমের স্পষ্ট বক্তব্য, এসআইআর এর ক্ষেত্রে, যে ডকুমেন্টগুলি লাগবে, তাতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার যাতে না হয়, সেই জন্যই কলকাতা পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে।