কলকাতা: ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপের অভিযোগ। কথোপকথনের অডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। 'SIR-এর জেরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন। তাই তাঁর প্রশাসন মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা করছে। ভোটের সময়ে শান্তি-বাহিনীকে নিয়ে ছাপ্পা মেরে জেতার পরিকল্পনা', অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন, DEO-র দেওয়া আগের তথ্যে ২ হাজার ২০৮টি বুথের উল্লেখ, কমিশন রিপোর্ট চাইতেই ২২০৮ বদলে গেল ৪৮০-এ !
শুভেন্দু অভিযোগ জানিয়ে বলেন, দলদাস প্রশাসনের কীর্তি দেখুন। এই ভয়েস ক্লিপিং ফলতারই একজন BLO-এর, যিনি পরিষ্কার অভিযোগ করেছেন, ফলতার BDO এবং ARO, গতকাল বিকেল তিনটের পর, সমস্ত BLOদের ফোন করে, নির্দেশ দিয়েছেন, ডেথ সার্টিফিকেট ছাড়া কোনও মৃৃত ব্যক্তির নাম কাটা যাবে না। অথচ পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে, ডিক্লিয়ারেশন স্বাক্ষর করেছেন। ..BLOদের বলা হচ্ছে, ফর্মগুলি আপলোড না করে, অ্যানিম্যাপিং করে ছেড়ে দিতে, কেন ? যাতে পরে জোচ্চুরি করা যায় ! এই অভিযোগ অত্যন্ত গুরুতর।
শুভেন্দু আরও বলেন,ফলতা নিয়ে অডিও ট্যুইট করেছি। তারপরে কুলতলিতে স্ক্রিনশট দিয়েছি। বলছে, ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত নাম কাটা যাবে না। তার বাড়ির লোক লিখে দিচ্ছে ডেড। তবুও রাখতে হবে। এরা হাইকোর্ট, কাউকে মানে না। এদের কপালে অনেক দুঃখ আছে।' অপরদিকে, মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল। সোমবার এমনই মারাত্মক অভিযোগ করে নির্বাচন কমিশনে অডিও ক্লিপ জমা দিয়েছিল সিপিএম। ২৪ ঘণ্টার ব্যবধানে X হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করে, কার্যত একই অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী! তাঁর দাবি, এই অডিও ক্লিপে একটি কণ্ঠস্বর এক BLO-র। যিনি ফলতার BDO ও ARO-র নামে চাঞ্চল্য়কর অভিযোগ করছেন। সোমবার CEO-র দফতরে সিপিএমের তরফে যে অডিও ক্লিপ জমা দেওয়া হয়েছে, সেখানেও শোনা গেছে মৃতদের নাম ভোটার লিস্টে রেখে দিতে, ডেথ সার্টিফিকেট না দেওয়ার প্রসঙ্গ! এই অভিযোগ আগেই অস্বীকার করেছে তৃণমূল।এরইমধ্য়ে নির্বাচন কমিশনের পরিসংখ্য়ান বলছে । রাজ্য়ে ২ হাজার ২০৮টি পোলিং স্টেশনে ১০০ শতাংশ পূরণ করা এনুমারেশন ফর্ম ফেরত এসেছে!অর্থাৎ এই পোলিং স্টেশনগুলিতে না কোনও মৃত ভোটার আছে, না স্থানান্তরিত ভোটার! এমনটা কি আদৌ সম্ভব? এই পরিসংখ্য়ান নিয়ে হইচইয়ের মধ্য়েই বারবার প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটার তালিকায় মৃতদের জ্য়ান্ত করে রাখার মরিয়া চেষ্টা চলছে রাজ্য়জুড়ে?