Switzerland Bar Blast: বর্ষবরণের রাতেই ভয়াবহ দুর্ঘটনা। ভয়ানক বিস্ফোরণ হয়েছে সুইৎজারল্যান্ডের একটি বারে। মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আহতও হয়েছেন অনেকে। নিহত এবং আহতের নির্দিষ্ট সংখ্যা এখনও স্পষ্ট নয়। সুইৎজারল্যান্ডের ক্র্যান্স মন্টানার একটি বারে হয়েছে এই বিস্ফোরণ। জানা গিয়েছে, ওই বারের নাম Le Constellation, এটি রয়েছে ক্র্যান্স মন্টানার বিলাসবহুল অ্যালপাইন স্কি রিসর্ট টাউনে। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য উদযাপন চলছিল ওই বারে। এমনটাই জানিয়েছে সুইস পুলিশ। অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সুইৎজারল্যান্ডের পুলিশের এক মুখপাত্র Gaetan Lathion জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের উৎসস্থলও জানা যায়নি। তবে অনেকে আহত হয়েছেন। বেশ কিছু জনের মৃত্যুও হয়েছে বলে খবর। এএফপি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই খবর। এএফপি-কে এই তথ্য জানিয়েছে সুইস পুলিশ (Wallis canton in southwestern Switzerland)। বৃহস্পতিবার রাত ১টা ৩০মিনিট (সুইৎজারল্যান্ডের স্থানীয় সময় অনুসারে) নাগাদ এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পর্যটকদের মধ্যে এই Constellation Bar যথেষ্ট জনপ্রিয়। আর বর্ষবরণের রাতেও প্রচুর পর্যটক এখানে এসেছিলেন নতুন বছর স্বাগত জানানোর জন্য উদযাপন করতে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত এবং আহতদের মধ্যে বেশিরভাগই পর্যটক হওয়ার সম্ভাবনা বেশি। হলিডে সিজনে ক্র্যান্ড মন্টানায় আসেন প্রচুর পর্যটক। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের সময় ওই বারে ছিলেন অন্তত ১০০- র বেশি মানুষ। আন্তর্জাতিক স্তরে সুইৎজারল্যান্ডের ক্র্যান্স মন্টানার বিলাসবহুল অ্যালপাইন স্কি রিসর্ট টাউন এবং সেখানকার Le Constellation - এই বার খুবই জনপ্রিয়। হলিডে সিজনে এখানে বিভিন্ন দেশ থেকেও পর্যটকরাও এসেছিলেন বলে অনুমান করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, সেগুলি সুইৎজারল্যান্ডের ওই বার- এর যেখানে বর্ষবরণের রাতে বিস্ফোরণ হয়েছ। যদিও এইসব ছবি এবং ভিডিও কতটা বিশ্বাসযোগ্য তা এখনও স্পষ্ট নয়। অনেকেই বলছেন, এই বিস্ফোরণের কারণ হল বাজি ফাটানো। নতুন বছরকে স্বাগত জানাতে বাজি ফাটানো হচ্ছিল। হয়তো সেখান থেকেই কোনওভাবে আগুনের ফুলকি এসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে গিয়েছে। তবে পুলিশ সূত্রে এখনও এই বিস্ফোরণের কারণ নিশ্চিত করা হয়নি। জোরকদমে তদন্ত চালাচ্ছে সুইৎজারল্যান্ডের পুলিশ।