ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : এবার তৃণমূলের বিএলএ-কে মারধরের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে পার্টি অফিসে ঢুকে 'মারধর'। তৃণমূলের BLA পবিত্র কুমার সাউ ও তাঁর সহকারী দেবব্রত মাইতিকে 'মারধর'। মারধরের অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ১। অপরজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভগবানপুরে তৃণমূলের বিএলএকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের বিএলএকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। অভিযোগ, তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে হামলা চালায় বিজেপি কর্মীরা। যদিও মারধরের ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার বিজেপির।ভোটার তালিকায় বিশেষ সংশোধনের পর্ব চলছে! BLO-দের সঙ্গে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা!
SIR চলাকালীন এবার গুরুতর অভিযোগ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে!
এবার তৃণমূলের BLA-দের মারধরের অভিযোগ উঠল, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে! বৃহস্পতিবার সকালে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে ৩৮ নম্বর জলিবাড় বুথের তৃণমূলের BLA পবিত্র কুমার সাউকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এমনকী তৃণমূলের অভিযোগ, মারধর করা হয় তাঁদের কর্মী দেবব্রত মাইতিকেও।
ঠিক কী হয়েছিল ? কেমন এমন ঘটনা ঘটল ? কী অভিযোগ তৃণমূল কংগ্রেসের ভগবানপুর (১) ব্লক সভাপতি অরূপসুন্দর পণ্ডা বলেন, গত কয়েকদিন ধরে ভগবানপুর গ্রামপঞ্চায়েতের জলিবাড় বুথে আমাদের দলের BLA-2 যারা ... তাদের কয়েকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভেতর ঢুকে বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হার্মাদ মিলে আমাদের দুজন কর্মীর উপর আক্রমণ করে। যদিও মারধরের ঘটনায় দলীয় যোগ অস্বীকার করেছে বিজেপি।
মারধরের ঘটনায় কী প্রতিক্রিয়া বিজেপির ?
ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, সাধারণ নাগরিকরা একটা অভিযোগ করেছে। কিছু বাদানুবাদও হয়েছে। তৃণমূল ওখানে ছিল কোথায়? তৃণমূল BLO-র সঙ্গে ঝান্ডা নিয়ে পিছনে পিছনে ছিল। সাধারণ মানুষ সেটা প্রতিবাদ করেছে। আহত দুজন তৃণমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। ভগবানপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।