পারথ: আগামীকাল ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের অ্যাশেজ। পারথে প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শিবির। তার আগের দিন অর্থাৎ ২০ নভেম্বরই প্রথম টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। চোটের জন্য প্যাট কামিন্স যে খেলবেন না, তা আগে থেকেই নিশ্চিত ছিল। সেই মতই প্রথম টেস্টে অজি শিবিরের নেতৃত্বে দিতে দেখা যাবে স্টিভ স্মিথকে। এছাড়াও অজি একাদশে দুই নতুন মুখ রয়েছেন। ইংল্যান্ড দলের নেতৃত্বে দেখা যাবে বেন স্টোকসকেই।

Continues below advertisement

কামিন্সের মতই চোটের শিকার জশ হ্যাজেলউড। তাঁকেও পারথে প্রথম টেস্টে পাওয়া যাবে না। যার জন্য দরজা খুলে গিয়েছে তরুণ পেসার ব্রেন্ডন ডগেট ও ব্যাটার জ্যাক ওয়েদারল্যান্ডের। দুজনেই টেস্ট অভিষেক করতে চলেছেন পারথে। এছাড়া ওপেনিং পজিশনে দেখা যাবে উসমান খাওয়াজার সঙ্গে ওয়েদারল্যান্ডকে। তিন নম্বর স্লটে খেলবেন মার্নাস লাবুশেন। ক্যাপ্টেন স্টিভ স্মিথকে দেখা যাবে চার নম্বর পজিশনে খেলতে। পাঁচে নামবেন ট্রাভিস হেড। একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্য়ামেরন গ্রিন। উইকেট কিার ব্যাটার হিসেবে দেখা যাবে অ্য়ালেক্স ক্যারিকে। তিন পেসার মিচেল স্টার্ক, ডগেট ও অভিজ্ঞ স্কট বোল্যান্ড। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন নাথান লিঁয়।

দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরছেন লাবুশেন। টেস্ট ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের অন্য়তম স্তম্ভ ডানহাতি এই ব্যাটার। অজি অধিনায়ক বলছেন, ''মার্নার তিন নম্বর পজিশনে নেমে অস্ট্রেলিয়ার জন্য় নিজের সেরা ক্রিকেটটাই খেলে এসেছে এতদিন ধরে। ওকে ছাড়া আমরা এই পজিশন ভাবতেই পারি না। শিল্ডে ও কুইন্সল্যান্ডের হয়ে ওয়ান ডে ক্রিকেটে যেভাবে খেলেছে গত কয়েক সপ্তাহে, তা সত্যিই অসাধারণ। ও যখন ছন্দে থাকে, তখন ওকে থামানো সত্যিই কঠিন।''

Continues below advertisement

অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাওয়াজা, জ্যাক ওয়েদারল্যান্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্য়ালেক্স ক্য়ারি, মিচেল স্টার্ক, নাথান লিঁয়, ব্রেন্ডন ডগেট, স্কট বোল্যান্ড

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, জোফ্রা আর্চার, গাস অ্য়াটকিনসন, ব্রেন্ডন কেয়ার্স, মার্ক উড।