অর্ণব মুখোপাধ্য়ায়, সুনীত হালদার, রাজীব চৌধুরী,কলকাতা: BLA কে ঢুকতে না দেওয়ায় ফের SIR-শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার পর এবার পোলবা। যদিও একই কেন্দ্রে সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন বুথের হিয়ারিং হয়েছে। যা নিয়ে আবার দ্বিচারিতার অভিযোগ তুলেছেন অসিত মজুমদার।
আরও পড়ুন, প্রয়োজনে শুনানির দিন কি পাল্টানো যাবে? হিয়ারিং-এ ডাক পাননি তালিকায় নাম না ওঠা সত্ত্বেও ? কী করবেন
চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, আমাদের BLA-2 রা থাকবে, BLA-2 না থাকলে কোনও শুনানি হবে না। সোমবারের পর মঙ্গলবার!চুঁচুড়ার পর এবার পোলবা। BLA 2-কে থাকতে না দেওয়ায় ফের SIR-এর শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সূত্রের খবর, সোমবারই নির্বাচন কমিশনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, শুনানি কেন্দ্রে BLA 2-রা থাকবেন না। কিন্তু সেই নির্দেশিকার পরও অবস্থানে অনড় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। চুঁচুড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার বলেন, এই শুনানি প্রক্রিয়া আপনাদের ভোটার লিস্ট দেখে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। নির্বাচন কমিশনের জমিদারি চলছে। আমাদের BLA-2 রা থাকবে। BLA-2 না থাকলে কোনও শুনানি হবে না। বন্ধ রাখুন। এদিন হুগলির পোলবা দাদপুর বিডিও অফিসে, চুঁচুড়া বিধানসভার বেশ কিছু বুথের SIR-এর শুনানি চলছিল। সকাল ১১টা নাগাদ বিডিও অফিসে আসেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এরপরই শুনানি চলাকালীন BLA-2 কেও রাখার জন্য BDO-র কাছে দাবি জানান তিনি। এরপরই শুনানি বন্ধের নির্দেশ দেন তৃণমূল বিধায়ক। প্রশ্ন: কে নির্দেশ দিয়েছে আপনাদের যে BLA-2 এখানে থাকবেন বলে?অসিত মজুমদার : এটা তো সর্বক্ষেত্রে আইন। আমি যখন প্রার্থী হয়েছিলাম তখন ভোটকেন্দ্রে আমার এজেন্ট ছিল। তাহলে এখানে কেন এজেন্ট থাকবে না?
কিন্তু একই যাত্রায় যেন পৃথক ফল! এদিন হুগলির পোলবা দাদপুর বিডিও অফিসেই, তিন বিধানসভা কেন্দ্র, চুচুঁড়া, সপ্তগ্রাম ও ধনেখালির বিভিন্ন বুথের SIR-এর শুনানি চলছিল।কিন্তু একদিকে যখন, BLA 2-কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক, তখন ওই বিডিও অফিসেই নির্বিঘ্নে চলে সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন বুথের শুনানি। সেখানকার তৃণমূল বিধায়ককে শুনানির কাজে তদারকি করতেও দেখা গেল। সপ্তগ্রাম তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, আমাদের সর্বোচ্চ নেতা যিনি আছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় তিনি যেমন নির্দেশ দিয়েছেন BLA-দের ঢুকতে দিতে হবে সেটা আমার সমস্ত অঞ্চলের BLA-রা ঢুকেছে এবং কাজ করছেন। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, একটা বিধানসভায় লোক ঢুকতে দিচ্ছে, আরেকটা বিধানসভায় লোক ঢুকতে দিচ্ছে না, এটাও আইনের পথে দ্বিচারিতা। শুনানি কেন্দ্রের ভিতরে BLA-দের থাকার কথা মানতে নারাজ বিডিও।পোলবা দাদপুর বিডিও জগদীশচন্দ্র বারুই বলেন, কে কী বলেছেন সেটা ওঁর ব্য়াপার। আমরা বলতে পারি না। আমার এরকম কোনও অ্য়ারেঞ্জমেন্ট নেই। কেউ হয়তো BLA-2 তাঁরও শুনানি হতে পারে। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর, শুরু হয় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের শুনানি।
আবার অন্যদিকে, হাওড়ার ডোমজুড়ে হিয়ারিং সেন্টারে BLA-দের ঢুকতে দেওয়ার দাবিতে, BDO অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। রাস্তায় বসে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা।অন্যদিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে, SIR-এর শুনানিতে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে, স্থানীয় বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত SIR-এর শুনানি চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি।