কলকাতা: সিঙ্গুরের সভা থেকে বাংলা শাসকদলকে জোর নিশানা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সুপ্রিম কোর্টের SIR নির্দেশের পর এবার ময়দানে তৃণমূলের একের পর শীর্ষ নেতৃত্ব। এদিন তোপ দাগলেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন, "ভাবছ ভোটারদের বাদ দিয়ে জিতে যাবে? দলটা তৃণমূল কংগ্রেস", SIR নিয়ে অনুব্রতের নিশানায় BJP
"বাঙালি মেরে বাঙালি প্রেম, BJP শেম শেম " ! মোদির পাল্টা নিশানা ফিরহাদের
ফিরহাদ হাকিম বলেন, "যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি বলে, সারা ভারতবর্ষে, যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে লাঞ্চিত হচ্ছে। মৃত্যুবরণ করছে। মারা হচ্ছে। মেরে ফেলে দেওয়া হচ্ছে। তার জবাব আগে ডবল ইঞ্জিনের প্রবোক্তা নরেন্দ্র মোদিকে দিতে হবে। বাঙালি মেরে বাঙালি প্রেম, বিজেপি শেম শেম। যতই উনি স্বপ্ন দেখেন, একুশেও এসছিলেন, আবকিবার দোশো পার, হয়ে গিয়েছিল পগার পার। তখন মীরজাফর ছিল, এখনও আছে। তাঁরা হয়তো কেউ কেউ লাফালাফি করছে। কিন্তু বাংলার সাধারণ মানুষ, যারা রবীন্দ্রনাথ পড়েছেন, যারা নতুন পড়েছেন, যারা আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোসের, আদর্শে বিশ্বাসী, তাঁরা কেউ এই সাম্প্রদায়িক দলকে, বিশ্বাস করবেন না। "
বিজেপি এই ট্রেন্ডকেও ভেঙে চুরমার করে দিয়েছে : মোদি
বিহারে বিজেপি জোট, অন্যদিকে, অসম, ওড়িশা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী ৩ রাজ্য়েই গেরুয়া শিবিরের একছত্র আধিপত্য। আর এবার যে বিজেপির নজর পশ্চিমবঙ্গ দখলের দিকে, তা বলার অপেক্ষা রাখে না। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী। গতবছরের শেষে পশ্চিমবঙ্গে এসে দফায় দফায় রাজ্য বিজেপির নেতাদের ক্লাস নিয়েছেন অমিত শাহ। এই প্রেক্ষাপটে, মঙ্গলবার দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির শপথগ্রহণ অনুষ্ঠানেও, নরেন্দ্র মোদির মুখে শোনা গেল পশ্চিমবঙ্গের কথা।মূলত মোদি বলেছিলেন, গত কয়েক বছরে বিজেপি, হরিয়ানা, আসাম, ত্রিপুরা এবং ওড়িশাতে, প্রথমবার নিজের ক্ষমতা দিয়ে সরকার গড়েছে। পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায়, আমজনতার আওয়াজ এবার প্রকাশ্যে বেরিয়ে আসছে। লম্বা সময় রাজত্বকালের পর, সরকারের টিকে থাকা বেশ মুশকিল। কিন্তু বিজেপি এই ট্রেন্ডকেও ভেঙে চুরমার করে দিয়েছে।
মা গঙ্গার আশীর্বাদে এবার বাংলাতেও বিকাশের গঙ্গা বইবে : মোদি
গতবছর ৫ বার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদমে জনসভা করেছেন। রানাঘাটে অডিও বার্তা দিয়েছেন। শনি ও রবিবার মালদা ও সিঙ্গুরে সভা করেছেন। শনিবার মালদার সভা থেকে ফের নরেন্দ্র মোদি বুঝিয়ে দেন, তাঁর টার্গেট পশ্চিমবঙ্গ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আপনারা দেখুন ওড়িশায় প্রথমবার বিজেপি সরকার গড়েছে। ত্রিপুরাতেও বেশ বহুবছর ধরে বিশ্বাস রেখেছে। অসমেও গত নির্বাচনে বিজেপিকেই তাদের সমর্থন দিয়েছে। আর কিছুদিন আগে বিহারেও ফের একবার বিজেপি-NDA-র সরকার গড়েছে। মানে বাংলার সব দিকেই ভারতীয় জনতা পার্টির সুশাসনের সরকার আছে। এবার বাংলায় সুশাসনের পালা। আর তাই আমি বিহারে নির্বাচনে জয়ের পরই বলে দিয়েছিলাম, মা গঙ্গার আশীর্বাদে এবার বাংলাতেও বিকাশের গঙ্গা বইবে। আর বিজেপি এই কাজ করেই ছাড়বে।