কলকাতা: ডিভিশন বেঞ্চে খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আবেদন। রক্ষাকবচের আবেদন খারিজ করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চ জানায়, "বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক হবে না।'' এসএসসি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। 




পার্থর আবেদন খারিজ: আগেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড়সড় অস্বস্তির মুখে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেওয়ার পাশাপাশি  বিচারপতি মন্তব্য করেন, আশা করি পার্থ চট্টোপাধ্যায় তাঁর পদ ছেড়ে দেবেন। অথবা তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, SSC’র নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত সাতটি মামলায়, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের রায়, বুধবার বহাল রাখে ডিভিশন বেঞ্চ।  এরপরই বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI’র নিজাম প্যালেসে অফিসে হাজিরা দিতে হবে। CBI যে কোনও প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তিকে জেরা করতে পারে।  তিনি যদি সহযোগিতা না করেন, তাহলে তাকে হেফাজতেও নিতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 


আদালতে কী আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়? 


রক্ষাকবচ দিক আদালত, হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Former Education Minister) আবেদন- “হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই।" “নিজে থেকে তাঁর পদত্যাগ করা উচিত, নাহলে আশা করব তাঁকে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সরিয়ে দেবেন।’’ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক বলে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ে। এদিন দুপুরে এই মামলার শুনানি হয়। তাতে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, "বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক হবে না।'' 


আরও পড়ুন: SSC Scam Case Update : মন্ত্রীকন্যা অঙ্কিতাকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত, বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের


Education Loan Information:

Calculate Education Loan EMI