কলকাতা: রক্ষাকবচ দিক আদালত, হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Former Education Minister) আবেদন- “হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই।‘’ “নিজে থেকে তাঁর পদত্যাগ করা উচিত, নাহলে আশা করব তাঁকে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সরিয়ে দেবেন।’’ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক বলে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। আজ দুপুর ২টোয় এই মামলার রায়দান।


আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়: আগেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড়সড় অস্বস্তির মুখে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেওয়ার পাশাপাশি  বিচারপতি মন্তব্য করেন, আশা করি পার্থ চট্টোপাধ্যায় তাঁর পদ ছেড়ে দেবেন। অথবা তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, SSC’র নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত সাতটি মামলায়, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের রায়, বুধবার বহাল রাখে ডিভিশন বেঞ্চ।  এরপরই বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI’র নিজাম প্যালেসে অফিসে হাজিরা দিতে হবে। CBI যে কোনও প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তিকে জেরা করতে পারে।  তিনি যদি সহযোগিতা না করেন, তাহলে তাকে হেফাজতেও নিতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ফের আদালতের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। 


পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব সিবিআইয়ের: পরেশ অধিকারীর (Paresh Adhikari) পর ফের পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee) তলব করল সিবিআই। প্রাক্তন পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল সিবিআই। আগামী সপ্তাহে সিবিআই-এর দফতরে হাজিরার নির্দেশ। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আরও তথ্য জানতে চায় সিবিআই। প্রথমবার বয়ানে পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য খতিয়ে দেখা হয়েছে। সূত্রের খবর, তথ্য খতিয়ে দেখার পর যে নতুন প্রশ্ন উঠেছে তারই উত্তর চাইবে সিবিআই। 


আরও পড়ুন: Calcutta High Court on DA : রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে ৩ মাসের মধ্যে, জানিয়ে দিল হাইকোর্ট