কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখনও মেঘ, কখনও বৃষ্টি। এদিকে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম সারাদিনের সঙ্গী। আগামী ৪৮ ঘণ্টায় আসবে কী কোনও বদল ? সপ্তাহান্তে কেমন মেজাজ থাকবে আবহাওয়ার ? জানাল হাওয়া অফিস (Weather Office)।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'উত্তরবঙ্গে আগামী ৫ দিন, মূলত উপরের দিকে ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কিছুটা উত্তর দিনাজপুর, মালদায় মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথম ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে একটু বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম দুই দিন, খুব একটা বদল নেই। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল ও আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং তা খুব বেশি সময়ের জন্যও নয়। গত কয়েকদিনের মতোই ৫ থেকে ৭ মিনিট ধরে এই বৃষ্টি হবে।' তবে ২৯ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছেন তিনি।
পরের মাসের প্রথম দিনেও একই পরিস্থিতি থাকবে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে, তাপমাত্রা নিয়ে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকার জন্য একটি সতর্কবার্তা দিয়েছেন তিনি। ঝোড়ো হাওয়ার কারণে, আজ ২৭ তারিখ এবং আগামীকাল ২৮ তারিখ মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন, জয়েও এল না স্বস্তি ! নন্দীগ্রামের এই পঞ্চায়েত প্রধানের পদ হাতছাড়া হতে চলেছে TMC-র
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।