ঝিলম করঞ্জাই, কলকাতা: আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হল আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস। পাশাপাশি রাত ২২.৫৫ মিনিট থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে কিছু এলাকায় আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা ও মাঝারি পরিমাণের বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন অংশে আগামী ২ থেকে তিন ঘণ্টার মধ্যে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। কিছু কিছু জায়গায় হাল্কা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝড়বৃষ্টির এই আবহাওয়ার মধ্যে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয় হয়েছে। 


বুধবার সন্ধ্যায় অবশেষে ক্ষণিকের বৃষ্টি হয় ঝাড়গ্রাম শহরে। গতকাল  ডায়মন্ডহারবারও বৃষ্টি হয়েছিল।


এদিকে পয়লা মে মালদা জেলার দু-একটি জায়গায় তীব্র তাপপ্রবাহ বইতে পারে বলে সতর্ক করেছে আবহওয়া দফতর। সেখানে ওরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু-একটি জায়গায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই পূর্বাভাস দেওয়া হয়েছে কোচবিহার ও জলপাইগুড়ির ক্ষেত্রেও।


২ তারিখ মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়ির জন্য। 


৩ তারিখ গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে।


আবহাওয়া দফতরের তরফে বাঁকুড়া, ঝাড়গ্রাম,বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব এবং পশ্চিম বর্ধমান তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে ২ তারিখ পর্যন্ত। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।


৩ তারিখ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানে তাপপ্রবাহের ওরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতেও।


৪ তারিখ তাপপ্রবাহের ওরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আর বাকি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।


৫ তারিখও হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান জেলায়।


এছাড়া গরম ও আর্দ্র আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে।


তাপপ্রবাহের সময় সাধারণ মানুষকে খুব দরকার না পড়লে বাড়ি থেকে বাইরে বের হতে সতর্ক করেছে আবহাওয়া দফতর। এই সময়ে হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগের প্রভাব বয়স্ক, শিশু ও দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন এমন ধরনের রোগীর উপর পড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Weather Update: প্রখর তাপে পুড়ছে বাংলা, বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি, কী পরামর্শ চিকিৎকদের? | ABP Ananda LIVE