সুজিত মণ্ডল, নদিয়া: ফের শিক্ষাঙ্গনে তাণ্ডব। বেথুয়াডহরি কলেজে ছাত্র সংঘর্ষে তুলকালাম কাণ্ড। টিএমসিপি-এবিভিপি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আটক করা হয়েছে এক পড়ুয়াকে। 


ঘটনা কী? 


এবিভিপির অভিযোগ এক ছাত্রীকে কটূক্তির করেছিল টিএমসিপি। তার প্রতিবাদ করাতেই এই ঘটনা ঘটে। এদিন দুপুরে নাকাশিপাড়ার বেথুয়াডহরী কলেজ রণক্ষেত্রের চেহারা নেয়। ভাঙচুর করা হয় ফিজিক্যাল এডুকেশনের ঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক ১ পড়ুয়া। ছাত্র সংঘর্ষে রাজনৈতিক যোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এদিনের ঘটনায় গুরুতর আহত হন এক এবিভিপি সমর্থিত ছাত্র। আহত ওই ছাত্রকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


এদিকে আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচারের দাবিতে, সোদপুর থেকে বারাসাত, ২ দিনে ৩০ কিলোমিটার পদযাত্রার ডাক দিয়েছিল SFI -এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। মঙ্গলবার, প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিনে, বারাসাতে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। ন্য়ায়-বিচারের পাশাপাশি, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন কলেজে ডেপুটেশন কর্মসূচিও ছিল SFI-এর। মিছিল বারাসাত কলেজের সামনে পৌঁছতেই, তুলকালাম বাঁধে। অভিযোগ, SFI-এর পতাকা ছিঁড়ে দেওয়া হয়। এক SFI নেতা বলেন, "ফ্ল্য়াগটা ছিঁড়ে দিয়েছে। আমি পুলিশকে বলছি, কত ক্ষমতা, তালাটা খুলুক। কার ক'টা ফ্ল্য়াগ আস্ত থাকে, আমরাও দেখব।'' আরেক SFI নেতা বলেন, "এখানে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এসেছি। কলেজের ভিতরের ইউনিয়ন রুমগুলো দখল করে বসে আছে, মিছিল এসেছে ভিতর থেকে আক্রমণ করেছে। আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও। ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও। আমরা ছাত্ররা ভোট দিই। বাকিটা ছাত্ররা বুঝে নেবে। SFI-এর পতাকা ছিঁড়ে, SFI-কে আটকাতে পারেনি।''                                      

বারাসাত গর্ভনমেন্ট কলেজের সামনে মিছিল পৌঁছতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।MSFI-TMCP দুপক্ষের মধ্য়ে মারামারি শুরু হয়। আক্রান্ত হন SFI-এর একাধিক সদস্য়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রক্তাক্ত হন ২ পুলিশ আধিকারিক। এরপর বেশ কিছুক্ষণ বারাসাত চাঁপাডালি মোড়ে পথ অবরোধ করে SFI.বারাসাতে জেলাশাসকের দফতরে পেশ করা হয় ডেপুটেশন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Siliguri News: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শান্তির বার্তা, শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন