কলকাতা: ভবানীপুরে জমজমাট রবিবাসরীয় প্রচার। দিদির হয়ে ভোট চেয়ে প্রচার করলেন ভাই। এদিন কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে পটুয়াপাড়া, পাবর্তী চক্রবর্তী লেন, রানি শঙ্করী লেনের অলি-গলিতে গিয়ে প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীরা। তিনি বলেছেন, এখানকার সবাই নিজের লোক। ছোটবেলা থেকেই এখানকার সঙ্গে সম্পর্ক। তিনি বলেছেন, শুধুমাত্র দিদির কাজটা তুলে ধরাই তাঁদের কাজ।
এদিন সকালে ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রচার করলেন চেতলা এলাকায়। বাড়ি বাড়ি লিফলেট বিলি করলেন তিনি। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র।
তিনি বলেছেন, গণতন্ত্র মানে হল মানুষের কাছে যাওয়া। সেই কাজটাই তিনি করছেন। ছোটবেলা থেকে এই এলাকায় তিনি রাজনীতি করেছেন। এবারের ভোট শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, আমাদের সকলের ভোট।
মানুষের কাছ থেকে প্রচারে দারুণ সাড়া পেয়েছেন বলে দাবি করেছেন ফিরহাদ। বিজেপি প্রার্থী এর আগে এন্টালিতে দাঁড়িয়ে হেরেছেন, এবারও হারবেন বলে মন্তব্য করেছেন ফিরহাদ।
অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসের মুখ। নন্দীগ্রাম তাঁকে যোগ্য জবাব দিয়েছে। ভবানীপুরেও একই জবাব পাবেন। দিলীপকে পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিমও। তিনি বলেছেন, নন্দীগ্রাম আর ভবানীপুর বা চেতলা এক নয়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে অন্যায় হয়েছে, সন্ত্রাস হয়েছে, রিগিং হয়েছে, ওখানে ভোটের আগে থেকে নির্বাচন কমিশনের দয়ায় পুলিশ, অফিসার পোস্টিং করে যেভাবে এক তরফা ভোট হয়েছে, এখানে তা হবে না। এখানে এমন করতে গেলে, সে যে যত বড়ই নেতা হোন না কেন, এখানকার মানুষ, ঠ্যাং ভেঙে দেবে।
Priyanka Tibrewal campaign: চায়ের আড্ডায় জনসংযোগ, রবিবারের সকালে প্রচারে প্রিয়ঙ্কা টিবরেওয়াল