দক্ষিণ ২৪ পরগনা: ফের গুরুতর অভিযোগ নিয়ে নাম উঠে এল ভাঙড়ের (Bhangar Incident)। 'তোলা'র টাকা না দেওয়ায় ভাঙড়ে চলল বুলডোজার। 'তোলা' না দেওয়ায় বুলডোজারে গুঁড়িয়ে গেল নির্মীয়মাণ বাড়ি। 'বাড়ির ছাদের ঢালাই করতে গেলে ৫ লাখ, পিলার তুলতে ৩ লাখ! 'হাতিশালায় তোলাবাজির টাকা না দেওয়ায় বুলডোজার চলার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের (TMC Goons) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে থানায় নালিশ। 'দোষ করলে রেয়াত নয়' বলেও, জমি নিয়ে বিবাদের সাফাই আরাবুলের।


এই ঘটনার পর বাড়ি মালিক সুকুমার ঘোষ জানিয়েছেন, আমার বাস্তু ভিটে। অনুমতি নিয়ে কাজ করছি আমি।' এরপরেই তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। রাত তখন বাজে সাড়ে বারোটা। মধ্যরাতেই এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, 'আমরা যদি জানতে না পারতাম, সবটাই ভেঙে দিত। বড় অঙ্কের ক্ষতি হত আমার।' চোখের মাঝে দুর্যোগের মেঘ ! আক্ষেপের সঙ্গে আবারও আওড়ালেন, ঘর করতে গেলে টাকা দিতে হয়। টাকা না দিলে ঘর ওঠে না। আমাকে টাকা দিতে বলেছে। তিন লাখে কলম পর্যন্ত, ছাদ দিলে ৫ লাখ ! থানায় অভিযোগ জানিয়েছি', জানালেন তিনি।


বাইশ সালের জুনেও একটি বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসে। তৃণমূল নেতার বিরুদ্ধেই কুপন ছাপিয়ে তোলাবাজির অভিযোগ তুলেছিল শ্রমিক সংগঠন। তৃণমূল নেতার বিরুদ্ধেই ডিএমের কাছে দলের শ্রমিক সংগঠনের অভিযোগ।বিষ্ণুপুরের ২ ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি সজল মিত্র। কুপন ছাপিয়ে দঃ ২৪ পরগনায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তৃণমূল নেতা সজল মিত্রের বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ। কুপন ছাপিয়ে মাসে অটো প্রতি দেড়শো টাকা আদায়ের অভিযোগ। কুপনের টাকা না দিলে অটো বসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ। 


আরও পড়ুন, স্বামীজিকে নিয়ে সুকান্তর মন্তব্যের জের, শাহ সফরের মধ্যেই আন্দোলনে যুব তৃণমূল


চলতি বছরের শুরুতেও উঠে গুরুতর অভিযোগ। তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে শালিমার পেইন্টসে (Shalimar Paints) তোলাবাজির অভিযোগ উঠেছিল। হাওড়ার (Howrah) নাজিরগঞ্জ পুলিশ (Police) আউটপোস্টে তৃণমূল নেতার (TMC Worker) বিরুদ্ধে অভিযোগ। দঃ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সাজ্জাদ আলি শেখ। সাজ্জাদ শেখের বিরুদ্ধে ফোনে সিকিওরিটি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ। মোটা টাকা চেয়ে শালিমার পেন্টসের সিকিওরিটি অফিসারকে হুমকির অভিযোগ। দলবল নিয়ে এসে কারখানার ভিতরে হামলার চেষ্টার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ খারিজ তৃণমূল নেতা সাজ্জাদ শেখের।