সুনীত হালদার, হাওড়া : বরাতজোরে প্রাণরক্ষা। বনধের (bharat bandh) সমর্থনে ট্রেন আটকাতে নেমে আর একটু হলে প্রাণ খোয়াতে হচ্ছিল এক অবরোধকারীকে (bandh supporter)। কিন্তু সৌভাগ্যক্রমে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা (accident)। ঘটনা হাওড়ার (howrah) কুলগাছিয়ার। কয়েকজন বাম (left) কর্মী রেল অবরোধ করতে যান। তখনই দ্রুত গতিতে আসছিল ডাউন পাঁশকুড়া-শালিমার লোকাল (down panskura-shalimar local) ট্রেন (local train)। ট্রেনের প্রায় সামনে চলে আসেন কয়েকজন অবরোধকারী। হুমড়ি খেয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়েন তাঁরা। আহত (injured) হন একজন।


বনধ ঘিরে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনার ঘটনা ঘটে। হাওড়ার একাধিক জায়গায় ছড়ায় দফায় দফায় উত্তেজনা। ধর্মঘট ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়াতেও। উড়ালপুলের ওপর বারাসাতগামী একটি বেসরকারি বাসে ভাঙচুর করেন ধর্মঘটিরা। হাওয়া খুলে দেওয়া হয় বাসের চাকার। ভাঙচুর করা হয় লরিতেও। ব্যাঁটরার শানপুর মোড়ে রাস্তা অবরোধের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় ধর্মঘট সমর্থকদের।


 






দুর্গাপুরে আবার বাম নেতা-কর্মীরা রাজ্য সড়ক অবরোধ করতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। তাতেই রাস্তায় পড়ে যান এক অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টর। টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ হয় একাধিক জায়গায়। চলে পুলিশি ধরপাকড়ও।


দেখুন- রেল অবরোধ, বচসা, দফায় দফায় উত্তেজনা, পুলিশের সঙ্গেও হাতাহাতি, বঙ্গে কেমন প্রভাব বনধে