ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পাল, উত্তর ২৪ পরগণাঃ  ভাটপাড়ায় শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। পুলিশ সূত্রে খবর, ভাটপাড়ায় ইমারতি ব্যবসায়ী খুনে গ্রেফতার শাহবাজ, ওয়াসিম। উল্লেখ্য, এদিন সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চলে। অভিযোগ, মোট ২ থেকে ৩ জন এসে আচমকাই গুলিবর্ষণ শুরু করে। সালামউদ্দিন আনসারি নামে ইমারতি ব্যবসায়ীর মাথায় গুলি লাগে। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। ‘হামলার সময় ঘটনাস্থলেই ছিল শাহবাজ, চক্রান্তে যুক্ত ওয়াসিম’ বলে  ভাটপাড়াকাণ্ডে ২জনের গ্রেফতারি নিয়ে দাবি জানিয়েছে পুলিশ।


আরও পড়ুন, বোনকে 'শ্লীলতাহানির চেষ্টা', সম্ভ্রম বাঁচাতে অভিযুক্তকে হত্যা করল দাদা


ব্যারাকপুর কমিশনারেটে ফের জেল ফেরত দুষ্কৃতী হামলার অভিযোগ।এদিন সকাল ১১টায় ভাটপাড়ায় শ্যুটআউটের ঘটনা ঘটে। ইমারতি ব্যবসায়ীকে খুন করা হয়। জেল থেকে বেরিয়ে এসেই ভাটপাড়ায় দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, ‘কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পায় পঙ্কজ নামে এক দুষ্কৃতী’। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই হামলার অভিযোগ পঙ্কজের বিরুদ্ধে
নিহত আনসারির বিরুদ্ধেও অসামাজিক কাজের অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোল উদ্ধার করে পুলিশ। শ্যুটআউটের ঘটনায় ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদও চালানো হয়।


জানা গিয়েছে, ধূমপানের প্রস্তাব দিয়ে ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। এদিন সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চলে। অভিযোগ, মোট ২ থেকে ৩ জন এসে আচমকাই গুলিবর্ষণ শুরু করে। সালামউদ্দিন আনসারি নামে ইমারতি ব্যবসায়ীর মাথায় গুলি লাগে। রক্তে ভরে যায় ঘটনাস্থল। এরপর রক্তাক্ত অবস্থায় ওই ইমারতি ব্যবসায়ীকে  কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ভাটপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যক্তিগত আক্রোশ নাকি, ব্যবসায়িক শত্রুতা, কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।