বার্মিংহ্যাম: ঋষভ পন্থ (Rishabh Pant) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দুরন্ত পার্টনারশিপ প্রায় কোণঠাসা অবস্থা থেকে ভারতকে ম্যাচে ফিরিয়েছে। ৯৮/৫ অবস্থা থেকে ষষ্ঠ উইকেটে ২২২ রান যোগ করে ভারতীয় শিবিরে আশার সঞ্চার করেছিলেন পন্থ ও জাডেজা। পন্থ শুক্রবার ১৪৬ রান করে ফিরলেও, অপরাজিত ছিলেন জাডেজা। যা দেখে আশাবাদী হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ট্যুইট করেছিলেন, ৩৭৫ চাই।


সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বেঁধে দেওয়া লক্ষ্যও পেরিয়ে গেল ভারত। প্রথম ইনিংসে চারশোর গণ্ডিও পেরনো সম্ভব হল। ভারতের প্রথম ইনিংস শেষ হল ৮৪.৫ ওভারে ৪১৬ রান তুলে। যার নেপথ্যে জাডেজার ব্যাট। সঙ্গে যশপ্রীত বুমরার সংক্ষিপ্ত, কিন্তু বিধ্বংসী ইনিংস। মাত্র ১৬ বলে ৩১ রান করে অপরাজিত রইলেন ভারতীয় দলের অধিনায়ক।


আর জাডেজা?


ইংল্যান্ডের (Ind vs Eng) সেরা পেসার জেমস অ্যান্ডারসনের বলে যখন বোল্ড হলেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১০৪ রান। এদিনের সেঞ্চুরি তাঁকে বসিয়ে দিল কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনি ও হরভজন সিংহের পাশে। একই ক্যালেন্ডার বর্ষে টেস্টে সাত নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে দুটি শতরান করার নজির রয়েছে কপিল, ধোনি ও হরভজনের। সেই নজির স্পর্শ করে ফেললেন জাডেজাও। টেস্টে তাঁর তৃতীয় সেঞ্চুরি হয়ে গেল। যার দুটিই এ বছর। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন জাডেজা। যা তাঁর টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ স্কোর।


ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা অ্য়ান্ডারসনই। বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন ডানহাতি পেসার। ৬০ রানে ৫ উইকেট নিয়েছেন কিংবদন্তি পেসার।


ভারতের রান তাড়া করতে নেমে বেকায়দায় ইংল্যান্ড। এদিনও বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে। তারই মাঝে তিন উইকেট খুইয়ে বসেছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৫৫/৩।


আরও পড়ুন: NOC নিতে CAB-তে, আনুষ্ঠানিকভাবে বাংলা ছেড়েই দিলেন ঋদ্ধিমান