সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া (Bhatpara) পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভয়ে কাঁটা হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। গত পনেরো দিন ধরে একের পর বাড়িতে আসছে হুমকি চিঠি। কখনও মহিলাদের ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে তো কখনও বাড়ির শিশুদের অপরহণ করার হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দার। ইতিমধ্য়েই জগদ্দল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও প্রযন্ত এই ঘটনায় কেউ ধরা পড়েনি বা গ্রেফতার হয়নি বলেই জানা যাচ্ছে।


হুমকি চিঠিতে আতঙ্কের পরিবেশ-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পনেরো দিন ধরে ভয়ে কাঁটা হয়ে রয়েছে ভাটপাড়া (Bhatpara) পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কারও বাড়ির বিছানার চাদরে আচমকা আগুন লেগে যাচ্ছে তো কারও বাড়ির জানলার কাচ হঠাৎই ভেঙে পড়ছে ঝনঝন করে। এখানেই ঘটনা শেষ নয়। ভাটপাড়া (Bhatpara) পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার একের পর এক বাড়িতে আসছে হুমকি দেওয়া চিঠি। কোনও চিঠিতে বাড়ির মহিলাদের ধর্ষণ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তো কোনও চিঠিতে শিশুদের অপহরণ করার হুমকি দেওয়া হচ্ছে। গত পনেরো দিন ধরে একই কাণ্ড হয়ে চলেছে। 


আরও পড়ুন - Road Blockade: সেতুর দাবিতে পথ অবরোধ ঘিরে উত্তপ্ত ভাটপাড়া, ব্যাহত যান চলাচল।Bangla News


একের পর এক হুমকি চিঠি আসায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে দাস পরিবারের। দাস পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে যে, কোনও চিঠির মধ্যে লেখা রয়েছে, ছেলেকে অপহরণ করা হবে। আবার কোনও চিঠিতে লেখা রয়েছে ধর্ষণ করা হবে কিংবা অ্যাসিড আক্রমণ করা হবে। দাস পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতেই তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পাশাপাশি কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি। ফলে আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। কার উপর কখন হামলা হয়, কেউ আশঙ্কায় দিন গুনছেন তাঁরা।