শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: শুরু হল ৩৪তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত (bhawaiya song competition) প্রতিযোগিতা। অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরে উদ্যোগে কোচবিহারের (Coochbehar) মাথাভাঙ্গা (Mathabhanga) দু'নম্বর ব্লকের কুসিয়াবাড়ি হলেশ্বর হাই স্কুলের প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে এটি। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা উদযাপন কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
কী হল?
প্রতিযোগিতার প্রথম দিনে হাজির ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলু চিক বরাইক। আসেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান-সহ অন্যান্য অতিথিরা। আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। এদিন প্রতিযোগিতার মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার প্রাপক মঙ্গলাকান্তি রায় এবং ধনী রাম টোটোকে। উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া গানকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন ব্লক থেকে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী নির্বাচিত হয়ে রাজ্য ভাওইয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাশাপাশি আমন্ত্রিত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীরা বিশেষ অনুষ্ঠানও করেন এই উৎসবে। চলতি বছর রাজ্যের ৩২ টি ব্লক থেকে ১২৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতার দরিয়া ও চটকা বিভাগে অংশগ্রহণ করেছেন। অন্য একটি ঘটনায় আবার কোচবিহারের আদালতের মালখানায় গাঁজার প্যাকেটের মধ্যে হ্যান্ড গ্রেনেড উদ্ধার ঘিরে হইচই ছড়ায় এলাকায়।
কেন হইচই?
দিনতিনেক আগে জানা যায়, আদালতের মালখানায় রাখা সেই গাঁজার প্যাকেটের মধ্যে মিলেছে একটি হ্যান্ড গ্রেনেড। তড়িঘড়ি জলপাইগুড়ির বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে আনা হয়। তারা এসে গ্রেনেড নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে খবর, গ্রেনেডটি প্রতিরক্ষা মন্ত্রকের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে তৈরি। গাঁজার প্যাকেটে করে পাচার হচ্ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এই কোচবিহারের মাথাভাঙাতেই গত কাল জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের প্রসঙ্গ সরিয়ে রেখে, সেখানে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূলের (সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিসেম্বর মাসে সেখানে বিএসএফ-এর গুলিতে এক পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু হয়েছিল বলে অভিযোগ। সেই দিকেই এ দিন সকলের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক। জানান, গরু, সোনা পাচার করছিলেন না ওই যুবক। সকাল সকাল মাঠে গিয়েছিলেন। সেখানে দু'হাত দূর থেকে গুলি করে তাঁকে নৃশংস ভাবে হত্যা করে বিএসএফ। একটি বা দু'টি নয়, ওই যুবকের শরীরে মোট ১৮০টি গুলি পাওয়া গিয়েছে, যার মধ্যে ছররা বন্দুকের গুলিও ছিল বলে শনিবার জানান তিনি।
আরও পড়ুন:স্কুলে 'প্রক্সি' শিক্ষক, শিক্ষাক্ষেত্রে নতুন দুর্নীতির অভিযোগ ডুয়ার্সে