কলকাতা : আজ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন ভবানীপুর উপনির্বাচনের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। কোভিড বিধি মেনে মিছিল করে যাননি তিনি। সকাল ১১টা নাগাদ মনোনয়ন জমা দিতে যান বাম প্রার্থী। এবারই তিনি প্রথম প্রার্থী হলেন। একুশের বিধানসভা নির্বাচনে তিনি বাম-কংগ্রেস জোটের মনোনীত প্রার্থীর হয়ে এজেন্টের কাজ করেছিলেন।
সরাসরি প্রার্থী না হলেও, অনেকদিন ধরেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি জানিয়েছেন, অবশ্যই লড়াই হবে। মানুষের অভাব, অভিযোগ নিয়ে লড়াইয়ের ময়দানে থাকব। ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত এই যুবনেতা।
প্রসঙ্গত, আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস। বামফ্রন্ট নেতৃত্ব নিজেদের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত, আলিপুর আদালতের আইনজীবী, এলাকার পরিচিত নাম শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করার। প্রার্থীর নাম ঘোষণার পরই প্রচার শুরু করে সিপিএম। তবে সংযুক্ত মোর্চার নামে কোনও প্রচার চালানো হয়নি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হিসেবেই প্রচার করা হবে। কংগ্রেসকে এই প্রচারে নামার জন্য আমন্ত্রণ জানানো হয়নি।
আজ, সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভবানীপুর উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সকাল ১১টা নাগাদ ভবানীপুরের (Bhawanipur) গোলবাড়ি মন্দির থেকে মিছিল করে গিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে যান বিজেপি প্রার্থী। মিছিলে ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অর্জুন সিং (Arjun Singh), সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)।
প্রিয়ঙ্কা টিবরেওয়ালের ইলেকশন এজেন্ট বিজেপি নেতা সজল ঘোষ। ভবানীপুরে প্রচার চালাবেন রাজ্যের নেতারাই। বিধানসভা ভোটের নিরিখে ভবানীপুরের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে পিছিয়ে ছিল বিজেপি। সেই ওয়ার্ডগুলিতে প্রচারে জোর দেওয়া হবে। বুথ পিছু দু’জন করে এজেন্ট ঠিক করা হবে। শনিবার আইনজীবী বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল জানান, ' মানবিকতা রক্ষার লড়াই আমার এবার, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য এই লড়াই'