কলকাতা : আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জন্মদিন। ১৯৫০ সালে জন্ম তাঁর। এই বছর ৭১ পূর্ণ করবেন তিনি। তাঁর শুভ জন্মদিন উপলক্ষ্যে তিন সপ্তাহ ধরে উৎসব ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মোৎসব পালন হবে। ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আজ ঘোষণা করেন, ‘নমো অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন, সঙ্গে আয়োজন করা হবে রক্তদান কর্মসূচিরও’। এছাড়াও দিলীপের ঘোষণা, ‘প্রধানমন্ত্রীর ৭১ বছরে ৭১টি জায়গায় নদীর ঘাট পরিষ্কার করা হবে’ । আয়োজন করা হবে রক্তদান শিবিরেরও।
গত শুক্রবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বড় পরিকল্পনা করেছে বিজেপি। বুথ পর্যায়ে দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা সর্বাধিক মানুষকে কোভিড -১৯ ভ্যাকসিন দেওয়ার কাজে সাহায্য করতে পারেন। তিনি আরও বলেন, বিজেপি স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নত করার জন্য ২ লক্ষ গ্রামের ৪ লক্ষ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিচ্ছেন। এখন পর্যন্ত, ৬.৮৮ লক্ষ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং খুব শীঘ্রই এই সংখ্যাটা ৮ লক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। বিজেপির লক্ষ, প্রধানমন্ত্রীর জন্মদিনে একদিনে সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়া।
আরও পড়ুন -
দেশের জনগণকে জল অপচয় বন্ধ করার জন্য আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিজেপির এই মেগা আয়োজন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলের সাংসদরা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ( Derek O'Brien
) বলেন, ''তাহলে 'মার্গদর্শক মণ্ডলে' যেতে আর ৪ বছর বাকি রইল !! বিজেপির নিয়মানুসারে ৭৫ এর বেশি বয়সীরা সরাসরি রাজনীতি থেকে পার্টির মার্গদর্শক মণ্ডলে স্থান পান। যেমনটি হয়েছে, এল কে আডবাণী বা মুরলী মনোহর যোশীর ক্ষেত্রে। তাহলে নিয়মানুসারে সেই মণ্ডলে পৌঁছাতে মোদির আর ৪ বছর সময় বাকি রইল । ''
রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ জয়রাম রমেশ (Congress Rajya Sabha Chief Whip Jairam Ramesh) বলেন, 'সারা দেশ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু বিজেপির আয়োজন দেখে মনে হচ্ছে তাঁদের সিন্দুক ফুলেফেঁপে উঠছে। '