কলকাতা : ভবানীপুর উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেবেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) । সকাল ১১টা নাগাদ ভবানীপুরের (Bhawanipur) গোলবাড়ি মন্দির থেকে মিছিল করে গিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে যাবেন বিজেপি প্রার্থী। মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অর্জুন সিং (Arjun Singh), সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। সকাল ১১টা নাগাদ মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর উপনির্বাচনের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও। থাকবেন বাম কর্মী সমর্থকরা।
ভবানীপুরের উপনির্বাচনে জমজমাট প্রচার। নন্দীগ্রামের মতো একই জবাব মিলবে ভবানীপুরেও। দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিয়ে দাবি করলেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে রিগিং-সন্ত্রাস হয়েছিল, ভবানীপুরে হবে না। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'মাননীয়া বলছেন জামানত বাজায়াপ্ত হবে। এসব ডায়ালগ তো নন্দীগ্রামেও শুনেছিলাম। তারপর কী হল? নন্দীগ্রামের ফল ভবানীপুরেও হবে।' আবার তৃণমূল বিধায়ক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'নন্দীগ্রাম-ভবানীপুর-চেতলা এক নয়, ওখানে যেভাবে একতরফা ভোট হয়েছে, এখানে সেটা করতে গেলে ভবানীপুরের মানুষ তাঁর পা ভেঙে দেবে।'
প্রিয়ঙ্কা টিবরেওয়ালের ইলেকশন এজেন্ট বিজেপি নেতা সজল ঘোষ। ভবানীপুরে প্রচার চালাবেন রাজ্যের নেতারাই। বিধানসভা ভোটের নিরিখে ভবানীপুরের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে পিছিয়ে ছিল বিজেপি। সেই ওয়ার্ডগুলিতে প্রচারে জোর দেওয়া হবে। বুথ পিছু দু’জন করে এজেন্ট ঠিক করা হবে।
শনিবার আইনজীবী বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল জানান, ' মানবিকতা রক্ষার লড়াই আমার এবার, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য এই লড়াই'
শনিবার সকালে হেস্টিংসে যাওয়ার আগে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বাড়িতে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পরে কালীঘাটে পুজো দিয়ে শুরু হয় তাঁর প্রচার। শুভেন্দু অধিকারীর দাবি, ' মমতা যে ভবানীপুরে জিতবেন, তার নিশ্চয়তা নেই, উনি হারবেন, কানের পাশে বাজবে শুভেন্দুর কাছে হেরেছেন, শুভেন্দুর কাছে হেরেছেন, ওনাকে কে বলেছিল, ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে আসতে। '
সবমিলিয়ে যত সময় যাচ্ছে, ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে ততই চড়ছে রাজনীতির পারদ।