অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মাত্র ১ লক্ষ টাকার জন্য ভবানীপুরের (Bhowanipore Twin Murder) দম্পতিকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও, এখনও মূল ষড়যন্ত্রীকে গ্রেফতার করা যায়নি। প্রশ্ন উঠছে, শুধুমাত্র ১ লক্ষ টাকার জন্য খুন করা হল? মাস্টারমাইন্ড গ্রেফতার হলে, তখন খুনের আরও কোনও কারণ উঠে আসবে না তো?
নেপথ্যে অন্য কারণ নেই তো, প্রশ্ন তুলছেন পরিজনরাই
ভবানীপুরে হাড় হিম করা খুনের ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের কিনারা হয়েছে। গ্রেফতার হয়েছে ৩ আততায়ী। পুলিশ বলছে, মাত্র ১ লক্ষ টাকার জন্য বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে গুজরাতি দম্পতিকে খুন করা হয়েছে।
কিন্তু, এখনও মূল ষড়যন্ত্রীকে গ্রেফতার করা যায়নি। এই অবস্থায় খোদ নিহত শাহ দম্পতির পরিবারই প্রশ্ন তুলছে, শুধুমাত্র ১ লক্ষ টাকার জন্য দু’দু’জনকে খুন করা হল?
পুলিশ বলছে, রীতিমতো পরিকল্পনা করে আগ্নেয়াস্ত্র ও ছুরি নিয়ে এসে গোটা অপারেশন চালানো হয়েছে। এই জন্য, শাহ দম্পতির পরিচিত ওই মাস্টারমাইন্ড সঙ্গীদেরও নিয়ে এসেছিল। বেশ কয়েকদিন ধরে এলাকায় রেকিও করেছিল! কিন্তু এতকিছু শুধুমাত্র এক’লক্ষ টাকার জন্য?
কলকাতার (Kolkata Police) পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, "প্রথম থেকেই ওর মাথায় এরকম কিছু একটা ঘুরছিল, যা ওই ব্যক্তি তাঁর এই ঘনিষ্ঠদের বলেওছিল। সঙ্গে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া, অন্য অস্ত্র নিয়ে যাওয়া, এটা যে পরিকল্পিত ঘটনা তা বলে দেয়।"
ভয়াবহ হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ কি আছে? প্রতিহিংসা? বা পুরনো রাগ কি কাজ করেছে? মাস্টারমাইন্ড গ্রেফতার হলে, তখন খুনের আরও কোনও কারণ উঠে আসবে না তো?
এখনও অধরা মূলচক্রী!
এ দিন, ল্যান্সডাউনের বকুলবাগান রো-তে নিহতদের স্মরণসভার আয়োজন করা হয়। ভবানীপুর থানা ও লালবাজারে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন নিহত গুজরাতি দম্পতির পরিজনরা।