কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্য সরকারের কমিটি ছাড়লেন বিভাস চক্রবর্তী (Bibhas Chakraborty)। নজরুল অ্যাকাডেমি (Nazrul Academy) থেকে অব্যাহতি চেয়ে ই-মেল (E-Mail)। ‘আমার পক্ষে কমিটিতে থাকা সম্ভব নয়, জানিয়ে দিয়েছি। সরকারকে পরামর্শ দিতে মন চাইছে না’, অব্যাহতি প্রসঙ্গে জানালেন বিভাস চক্রবর্তী।                                                                                         

  


এদিন বিভাস চক্রবর্তী এবিপি আনন্দকে বলেন, "আমি এর আগে নাট্য অ্যাকাডেমিও ছেড়েছিলাম। তখন থেকেই কমিটিতে থাকব না তা ঠিক করেছিলাম। আমি যেতামও না নজরুল অ্যাকাডেমির কোনও মিটিংয়ে। তারপর শুনলাম যে নতুন করে কমিটি হচ্ছে। ভাবলাম যাক বাঁচা গেল। যদিও তারপর চিঠি পেলাম যে নতুনভাবে যে কমিটি পুনর্গঠন হয়েছে সেখানে আমাকে রাখা হয়েছে। খুবই সম্মানিত বোধ করেছি এবং এটাও জানিয়েছি যে আমার পক্ষে আর কমিটিতে থাকা সম্ভব নয়। শারীরিক ও মানসিকভাবে সেই অবস্থায় নেই যে কমিটিতে থাকব। মন চাইছে না। যে লোকটার আসল পরিচিতি থিয়েটার। সেই লোকটা সেটাই পারছে না এখন মন দিয়ে। জয় গোস্বামী বন্ধু লোক, তিনি চেয়েছিলেন তাই এতদিন ছিলাম।"                                                                                        


আরও পড়ুন, ফের খারিজ জামিনের আবেদন, জেলেই মানিক ভট্টাচার্য


এদিকে বিভাস চক্রবর্তীর কমিটি ত্যাগ নিয়ে নজরুল অ্যাকাডেমির সভাপতি জয় গোস্বামী বলেন, "এখনও পর্যন্ত এমন কোনও খবর আমার গোচরে আসেনি। বিভাস চক্রবর্তী সবসময়ই তাঁর মূল্যবান মতামত দিয়ে গিয়েছেন। যখন আসতে পারেননি তখন ফোনেও মতামত দিয়েছেন। প্রথম শারদ বক্তৃতার দিনে বিভাস চক্রবর্তী, মনোজ মিত্ররা ছিলেন। কেন থাকতে চাইছেন না জানি না। সবসময় মূল্যবান মতামত দিয়েছেন। আমার যদি কখনও মনে হলে ব্যক্তিগতবভাবে পরামর্শ চাইব, আমার বিশ্বাস উনি পরামর্শ দেবেন।'